শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টিকে থাকার লড়াই

অনুশীলনে বাংলাদেশের খেলোয়াড়রাভুটানের কাছে হেরে এসএ গেমস ফুটবলে শুরু বাংলাদেশের। মালদ্বীপের বিপক্ষে এগিয়ে গিয়েও হতাশার ড্র। দুই ম্যাচের আফসোস ঝেরে ফেলে এখন ঘুরে দাঁড়াতে চায় তারা। এখনও যে টিকে থাকার সুযোগ তাদের আছে। শেষ দুই ম্যাচ জিততেই হবে জেমি ডের শিষ্যদের। সেই লক্ষ্যে তাদের প্রথম বাধা শ্রীলঙ্কা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে সবার শেষে বাংলাদেশ। ফাইনালে যেতে রাউন্ড রবিন লিগের শেষ দুটি ম্যাচ জয়ের বিকল্প নেই তাদের সামনে। একই সঙ্গে নির্ভর করতে হবে অন্য দলের ফলের ওপরও। এই পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। কিন্তু বেশি দূরের নয়, এখন তাদের ভাবনায় কেবল শ্রীলঙ্কা ম্যাচ। জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি আপাতত শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে ভাবছি। জেতার লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো। জয় ছাড়া আমাদের সামনে বিকল্প কিছু নেই। আশা করছি এই ম্যাচে আমরা জিতবো।’

মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের নাবীব নেওয়াজ জীবনের একটি শট জালে জড়ালেও রেফারি বিস্ময়করভাবে কর্নারের বাঁশি বাজান। সেটা নিয়েও কথা বললেন জেমি, ‘কেন রেফারি গোলের বাঁশি বাজালো না, আমি নিজেও অবাক হয়েছি।’

স্বাভাবিকভাবে ওই ম্যাচে তিন পয়েন্ট না পাওয়ার আফসোস খেলোয়াড়দের মনে। ডিফেন্ডার ইয়াসিন খান বলেছেন, ‘আমরা জেতা ম্যাচ ড্র করেছি। মালদ্বীপের বিপক্ষে তিন পয়েন্ট পেলে দল উজ্জীবিত থাকতে পারতো। এখন এনিয়ে ভাবলে তো হবে না। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতে এগিয়ে যেতে চাই। যদিও এই ম্যাচটিও আমাদের জন্য সহজ হবে না।’