লিভারপুল-টটেনহামের দুর্দান্ত জয়, চেলসির হার

বড় জয় পেয়েছে লিভারপুলবোর্নমাউথের মাঠে ৩-০ গোলে জিতেছে লিভারপুল। তাতে দ্বিতীয় স্থানে থাকা লিস্টার সিটির সঙ্গে ১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান অটুট রাখলো তারা। একই দিন বড় জয় পেয়েছে টটেনহাম হটস্পার, আর হেরে গেছে চেলসি।

মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ৫-২ গোলে হারানোর পর আরও একটি দুর্দান্ত জয় পেলো লিভারপুল। এনিয়ে লিগে টানা ৩৩ ম্যাচ অজেয় থাকলো তারা। ৩৫ মিনিটে জর্ডান হেন্ডারসনের বাড়িয়ে দেওয়া বলে অ্যালেক্স ওক্সলেড চেম্বারলেইন করেন গোল। বিরতির ঠিক আগে ন্যাবি কেইটা করেন দ্বিতীয় গোল।

এই গোল বানিয়ে দেওয়ার পর নিজে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ সালাহ। তৃতীয় গোলে অ্যাসিস্ট করেন কেইটা।

জোড়া গোল করেন কেইন১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্টে দ্বিতীয় লিস্টার। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

এক সপ্তাহের ব্যবধানে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় হারের মুখ দেখলো চেলসি। কোচ মার্কো সিলভা বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ ডানকান ফার্গুসনের অধীনে প্রথম ম্যাচেই এভারটন তাদের হারিয়েছে ৩-১ গোলে।

৫ মিনিটে রিচার্লিসন এগিয়ে দেন এভারটনকে। বিরতির পর চতুর্থ মিনিটে ডোমিনিক কালভার্ট লেভিনের দ্বিতীয় গোলে হার একরকম নিশ্চিত হয়ে যায় চেলসির। যদিও মাতেও কোভাচিচের ৫২ মিনিটের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ব্লুরা। তবে ৮৪ মিনিটে লেভিনের দ্বিতীয় গোলে সব আশা শেষ হয়ে যায়।

হারের পরও ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টটেনহাম ঠিক তাদের পরে। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর হ্যারি কেইনের জোড়া গোলে জয়ে ফিরলো স্পাররা। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা।