গ্রিনউডের গোলে ম্যানইউর রক্ষা

গ্রিনউডের গোলে পয়েন্ট পেলো ম্যানইউতিন দিন আগের কথা। ইউরোপা লিগে ম্যাসন গ্রিনউডের জোড়া গোল বড় জয় এনে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আবার গোল করলেন গ্রিনউড। এবার অবশ্য তিনি দলের রক্ষাকর্তা। এই তরুণ স্ট্রাইকারের লক্ষ্যভেদে পিছিয়ে পড়েও এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলরা।

ওল্ড ট্র্যাফোর্ডে ৩৬ মিনিটে পিছিয়ে পড়ে ম্যানইউ। একটি কর্নার ক্লিয়ার করতে পারেননি গোলকিপার দাভিদ দে গেয়া। বল ভিক্টর লিন্ডলফের পায়ে লেগে চলে যায় জালে।

অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারছিল না ম্যানইউ। তবে ৬৫ মিনিটে জেসি লিনগার্ডের জায়গায় মাঠে নেমেই সফল গ্রিনউড। ৭৭ মিনিটে তার গোলই একটি পয়েন্ট এনে দিয়েছে স্বাগতিকদের।

১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে রেড ডেভিলরা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করা এভারটনের অবস্থান ১৬তম।

ইংলিশ লিগের অন্য ম্যাচে টটেনহ্যাম ২-১ গোলে হারিয়েছে ‍উলভারহ্যাম্পটনকে। ইপিএলে জোসে মরিনহোর শিষ্যদের এটা টানা দ্বিতীয় জয়। ম্যানইউর চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৯।