মেসি নন, এমবাপ্পের প্রেরণা রোনালদো

mbappe-cropped_vsox9wtkdw8g1iaxl0xhdyatbবার্সেলোনা ও লিওনেল মেসির সম্পর্ক আজীবনের। ন্যু ক্যাম্প ক্লাবের প্রায় সব রেকর্ডই লুটিয়ে পড়েছে তার পায়ে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সাফল্যের পুনরাবৃত্তি করা সম্ভব নয় মনে করেন কিলিয়ান এমবাপ্পে। তাই অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকে মানেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড।

২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে পা দিয়ে বিশ্বের নজর কাড়েন এমবাপ্পে। পরের বছর পর মাত্র ১৯ বছর বয়সে ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করার পথে ভেঙেছেন পেলের মতো মহারথীর একাধিক রেকর্ড। তবে এই সময়ের অন্যতম দুই সেরা ফুটবলার মেসি ও রোনালদোর মধ্যে পরেরজনকে অন্যচোখে দেখেন এমবাপ্পে।

মোনাকো থেকে পিএসজিতে দলবদল করায় বার্সার ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ীর মতো ক্যারিয়ার গড়া সম্ভব নয় বললেন এমবাপ্পে। লা গাজেত্তে দেল্লো স্পোর্ত’কে ২১ বছর বয়সী ফরোয়ার্ড জানান, ‘মেসির মতো ক্যারিয়ার গড়া এখন আর সম্ভব নয়, আমাকে মোনাকোতে থাকতে হতো। মেসির কাছ থেকে কিছু নিতে না পারলেও এখন আমি ক্রিস্টিয়ানো ক্যারিয়ারকে অনুপ্রেরণা মানি।’

রোনালদোর মুখোমুখি হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন এমবাপ্পে, ‘আপনি যদি ফরাসি হন, তাহলে অবশ্যই (জিনেদিন) জিদানকে আদর্শ মেনে বড় হবেন। এরপরই ক্রিস্টিয়ানো। ক্লাব ও জাতীয় পর্যায়ে তার মুখোমুখি হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’ ফরাসি ফরোয়ার্ডের প্রিয় ফুটবলারের তালিকায় কয়েকজন ব্রাজিলিয়ানও আছে, ‘পেলে, রোনালদিনহো, রোনালদো ও কাকার মতো ব্রাজিলিয়ান খেলোয়াড়দেরও আমি ভালোবাসি।’