শিরোপা আর সর্বোচ্চ গোল দুটোই চান সাবিনা

সাবিনা খাতুনমেয়েদের ফুটবলে ‘গোল মেশিন’ সাবিনা খাতুন। ঘরোয়া এবং আন্তর্জাতিক ফুটবলে অনেক গোল করেছেন এই স্ট্রাইকার। দীর্ঘ দিন পর মেয়েদের ফুটবল লিগ হতে যাচ্ছে। এবার বসুন্ধরা কিংসের হয়ে খেলবেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা। নতুন দলকে শিরোপা এনে দিতে চান, হতে চান সর্বোচ্চ গোলদাতা।

রবিবার বসুন্ধরা কিংসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি। এর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডানের হয়ে খেলা সাবিনা পাচ্ছেন ৫ লাখ টাকা। লিগে এটাই সর্বোচ্চ পারিশ্রমিক।

পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, জাতীয় প্রতিযোগিতা ও ক্লাব ফুটবল মিলিয়ে ৬২ ম্যাচে ২৩১ গোল করেছেন সাবিনা। দেশসেরা স্ট্রাইকার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কত গোল করেছি নিজেই জানি না। মনে করতে পারছি না। বসুন্ধরার হয়ে প্রথম খেলতে যাচ্ছি। নতুন দলের জার্সিতে ট্রফি জিততে চাই, সর্বোচ্চ গোলদাতা হতে চাই। সংখ্যাটা ১০, ১৫ বা ২০ যা-ই হোক।’

যদিও নিজেই মানছেন, কাজটা সহজ হবে না, ‘এবারের লিগে কয়েকটি অচেনা দল  অংশ নিচ্ছে। তাই সর্বোচ্চ গোলদাতার লড়াই কঠিন হবে। অবশ্য গোল করার পাশাপাশি গোল করাতেও ভালোবাসি। দলের জয়ই আমার প্রধান লক্ষ্য।’

সাবিনা আরও বলেছেন, ‘বসুন্ধরায় আমি ছাড়াও অভিজ্ঞ খেলোয়াড় আছে। অধিনায়ক হিসেবে সতীর্থদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’