ঘোড়ার গাড়িতে চড়ে সাবিনাদের দলবদল

ঘোড়ার গাড়িতে দলবদল করলেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রাবাফুফে ভবন বলতে গেলে তাদের বাড়ি-ঘর। বাফুফে ভবনে থেকেই খেলতে নামেন তারা, অংশ নেন অনুশীলনে। কিন্তু রবিবার সাবিনা-মারিয়া-মৌসুমিরা এলেন অন্যভাবে, ঘোড়ার গাড়িতে চড়ে। অংশ নিলেন দলবদলে।

এবার মহিলা ফুটবল লিগে সাবিনাদের নতুন দল বসুন্ধরা কিংস। ৩১ জানুয়ারি লিগ শুরু হওয়ার কথা থাকলেও হচ্ছে না। শুরুর তারিখ পরে জানাবে বাফুফে।

জাতীয় দলের ১৯ জন সহ ২৩ জন খেলোয়াড়কে নিয়েছে বসুন্ধরা। সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার, মিশরাত জাহান মৌসুমি, মনিকা চাকমা, রুপনা চাকমাকে নিয়ে তারাই সবচেয়ে শক্তিশালী দল।

ক্লাব সভাপতি ইমরুল হাসানের লক্ষ্য শিরোপা, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছি। মেয়েদের ভালো পারিশ্রমিক দিচ্ছি। আশা করি, চ্যাম্পিয়ন হতে পারবো।’ কোচ মাহমুদ শরীফা অদিতিরও একই লক্ষ্য, ‘আমরা শক্তিশালী দল গড়েছি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো।’

২০১৩ সালের পর লিগ হতে যাচ্ছে, তাই বসুন্ধরার বেশিরভাগ ফুটবলার অভিষেকের অপেক্ষায়। সানজিদা আক্তার বলেছেন, ‘আগে কখনও লিগে খেলতে পারিনি। এবার প্রথম খেলতে যাচ্ছি। নিজের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’

নতুন দলে এসে মারিয়া উচ্ছ্বসিত, ‘জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার এবার বসুন্ধরায়। তাই মনে হচ্ছে জাতীয় দলেই আছি। এখানে আসতে পেরে আমি খুব খুশি। ক্লাবকে ট্রফি এনে দিতে চাই।’