মধ্যরাতে দুস্থ ও শীতার্তদের পাশে জামাল

কম্বল বিতরণ করেন জামালবাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, দায়িত্ববোধ থেকে এবার পাশে দাঁড়ালেন দুস্থ ও শীতার্ত মানুষের পাশে।

রাজধানীর উত্তরায় থাকেন জামাল। কিছুদিন ধরেই চিন্তা করছিলেন, এলাকার ভ্রাম্যমাণ গরীব মানুষদের জন্য কিছু একটা করবেন। সেই চিন্তা থেকে মধ্যরাতে ছুটে গেলেন কম্বল হাতে। জামালের হাত থেকে কম্বল পেয়ে দুস্থরাও বেশ খুশি। কেউ কেউ তো তাকে চিনেও ফেলেছেন। অধিনায়কের জনপ্রিয়তাই লক্ষ করা গেছে তাদের আলাপে, ‘দেখ, ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এসেছে। কম্বল দিচ্ছে!’

দুস্থ মানুষের পাশে সবাইকে সাধ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানান বাংলাদেশের মিডফিল্ডার, ‘আমাদের দেশে প্রতিদিন অসংখ্য লোক, এমনকি শিশু-কিশোররা শহরের ফুটপাতে রাত পার করে। তীব্র শীতে তাদের আরও কষ্ট। তাদের কথা চিন্তা করে আমার বাসার সামনে কিছু কম্বল বিতরণ করেছি। আর এ কাজটি আমি প্রত্যেক বছরই করে থাকি। আমার পরিবারের অন্য সদস্যরাও করে। কিছু লোকের শীতের কষ্ট যদি কমে, তাহলেই আমি খুশি। যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত।’