দ্বিতীয় ম্যাচেই আবাহনীর হোঁচট

ব্রাদার্সকে হারাতে পারেনি আকাশি জার্সির আবাহনীপ্রিমিয়ার ফুটবল লিগের শুরুটা ভালো হয়েছিল ঢাকা আবাহনীর, প্রথম ম্যাচে হারিয়েছিল পুলিশ এফসিকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা, ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে।

দুই ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ চার পয়েন্ট। সমান ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট দুই।

শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকে ছিল আবাহনীর দাপট। ১৫ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের শট চলে যায় ব্রাদার্স গোলকিপারের গ্লাভসে। ২৮ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে বেলফোর্ট-সানডের কেউ পা ছোঁয়াতে পারেননি। দুই মিনিট পর বেলফোর্টের হেড থেকে জীবনের শট গোললাইন পার হওয়ার ঠিক আগে বিপদমুক্ত করেন ব্রাদার্সের ডিফেন্ডার ল্যানসাইন তোরে।

অবশেষে ৩৬ মিনিটে গোলের দেখা পায় আবাহনী। ডান প্রান্ত থেকে আসা জীবনের পাসে প্লেসিং করে দলকে এগিয়ে দেন কেরভেন্স বেলফোর্ট। বিরতির ঠিক আগে সানডের ব্যর্থতায় ব্যবধান দ্বিগুণ হয়নি।

বিরতির পর গোলটা ধরে রাখতে পারেনি আবাহনী। ৭৬ মিনিটে কিংসলে চিগোজির হেড ধরে, বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলকিপার শহীদুল আলম সোহেলকে পরাস্ত করেন উজবেক ফরোয়ার্ড ওতাবেক ভ্যালিয়েনভ।

বাকি সময়ে আর গোল হয়নি। তাই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে আবাহনীকে।