শেষ মুহূর্তে সাইফের দুর্দান্ত লড়াই

দ্বিতীয় গোল করে খুশিতে জার্সি খুলে ফেললেন এমেরি বাইসেঙ্গেম্যাচটা হেরেই যাচ্ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। একে ১০ জনের দল, তার ওপরে ০-২ গোলে পিছিয়ে। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়েছে সাইফ। প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচটির ফল ২-২।

রবিবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও গোল হয়নি। বিরতির পর শুরু উত্তেজনা। ৫৯ মিনিটে প্রতিপক্ষের চিনেদু ম্যাথিউকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সাইফ স্পোর্টিংয়ের ফয়সাল আহমেদ ফাহিম। দুই মিনিট পর এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। দিদিয়ের চার্লসের পাস থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন নিক্সন গাইলহার্মে।

৬৫ মিনিটে মোনায়েম খান রাজুর কর্নার থেকে চার্লসের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন সাইফ স্পোর্টিংয়ের রিয়াদুল হাসান রাফি।

তবে ৭৭ মিনিটে জাল অক্ষত রাখতে পারেনি সাইফ। চার্লসের বাড়ানো বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথিউ।

চট্টগ্রাম আবাহনী তখন জয়ের সম্ভাবনায় উজ্জীবিত। কিন্তু তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি বন্দরনগরীর দলটি।

৯০ মিনিটে ব্যবধান কমিয়ে নিয়ে আসেন এমেরি বাইসেঙ্গে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতাসূচক গোলটিও রুয়ান্ডার ফুটবলারের।

তিনটি করে ম্যাচ খেলে সাইফের ৭ আর চট্টগ্রাম আবাহনীর ৪ পয়েন্ট।