ওয়াটফোর্ডে ‘অঘটন’ ভুলিয়ে দিলো ম্যানইউ

অ্যান্থনি মার্শাল দ্বিতীয় গোলটি করেনগত ডিসেম্বরে তলানির দল ওয়াটফোর্ডের মাঠে ২-০ গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ভিকারেজ রোডে ওই হারের যন্ত্রণা দূর করলো তারা ওল্ড ট্রাফোর্ডে। উজ্জীবিত ইউনাইটেডের দেখা মিললো রবিবার। ৩-০ গোলে জিতে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার আশা আরও বাড়ালো ওলে গুনার সোলশারের ফুটবলাররা।

গত সোমবার চেলসিকে হারানোর পরই শীর্ষ চারে ওঠার লড়াইয়ে নতুন করে ফেরে ম্যানইউ। ১৯ নম্বরে থাকা ওয়াটফোর্ডকে হারিয়ে চতুর্থ স্থানের সঙ্গে তারা ব্যবধান কমালো তিনে। ২৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টটেনহাম হটস্পারকে (৪০) টপকে পাঁচ নম্বরে ইউনাইটেড, তাদের ঠিক ওপরে চেলসি (৪৪)।

আত্মবিশ্বাস নিয়ে ওয়াটফোর্ডের মুখোমুখি হয়েছিল ম্যানইউ। কিন্তু প্রথম সুযোগটা পান ওয়াটফোর্ড ফরোয়ার্ড ট্রয় ডিনি। সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। বরং ৪২ মিনিটে ম্যানইউ এগিয়ে যায়। ব্রুনো ফার্নান্দেসকে বক্সের মধ্যে ফাউল করেন ওয়াটফোর্ড গোলকিপার বেন ফস্টার। পর্তুগাল ফরোয়ার্ড নিজেই পেনাল্টি নেন এবং কোনাকুনি শটে জাল কাঁপান।

ওয়াটফোর্ড দ্বিতীয়ার্ধে ম্যানইউর জার খুঁজে পেয়েছিল। ডিনি গোলটি করলেও বাতিল হয়। ভিএআরে দেখা যায় লক্ষ্যে তিনি শট নেওয়ার আগে ক্রেইগ ডউসনের হাতে বল লেগেছিল। ইউনাইটেড দ্বিতীয় গোল যোগ করে ম্যাচ ঘড়ি ঘণ্টা পেরোনোর আগেই। অ্যান্থনি মার্শাল ৫৮ মিনিটে করেন ২-০। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে ম্যাসন গ্রিনউড উঁচু শটে তৃতীয় গোল করেন।