সান্ত্বনাকে ১০ এবং উন্নতিকে ৫ লাখ টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সান্ত্বনা রানীআন্তর্জাতিক তায়কোয়ান্দোতে সাফল্য পাওয়া সান্ত্বনা রানী রায় ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেরা উন্নতি খাতুনের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের পরিবারের দুর্দশার খবর জেনে তাদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের সান্ত্বনা রায় পেতে যাচ্ছেন ১০ লাখ টাকার সঞ্চয়পত্র। ঝিনাইদহের উন্নতি খাতুন পাবেন ৫ লাখ টাকা। উন্নতির মা ক্যান্সারের সঙ্গে লড়ছেন। তার মায়ের চিকিৎসার জন্য এই অর্থ বরাদ্দ হয়েছে। স্থানীয় হাসপাতালেও তার চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সোমবার বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সান্ত্বনা রানী ও উন্নতি খাতুনের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। মিডিয়ার প্রতিবেদন দেখে তাদের বিষয়ে খোঁজ নেন। উন্নতির মায়ের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুমোদন করেছেন্ এবং সান্ত্বনার জন্য ১০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুমোদন করেছেন। কিছুদিনের মধ্যে তা আমরা দিতে পারবো। উন্নতির মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রী আরও ব্যবস্থা করবেন।’