করোনা-আক্রান্ত ম্যানইউর সাবেক মিডফিল্ডার

মারোনে ফেলাইনিচীনা সুপার লিগের (সিএসএল) প্রথম খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মারোনে ফেলাইনি। ম্যানচেস্টার ইউনাইটেডে সাড়ে পাঁচ বছর কাটিয়ে ২০১৯ সালের জানুয়ারিতে চীনে পাড়ি জমান বেলজিয়ান মিডফিল্ডার, যোগ দেন শ্যানডং লুনেংয়ে।

করোনায় ফেলাইনির পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে চীনের স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এই শুক্রবার ট্রেনে করে দেশটির জিনান প্রদেশে যান। ওইদিনই ৩২ বছর বয়সী মিডফিল্ডারের করোনা পরীক্ষা করা হয়। সর্বশেষ ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হলেন তিনি।

শ্যানডংয়ে ফেলাইনির প্রথম মৌসুম ভালোই কেটেছে। সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ১৩ গোল, তার ক্লাব লিগ শেষ করে পঞ্চম স্থানে থেকে।

এভারটনের সাবেক এ মিডফিল্ডারের ঠিক আগে জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা করোনায় আক্রান্ত হন। একই দিন প্রাণঘাতী ভাইরাসে প্রাণ হারান রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ।