কাজী নাবিলের উদ্যোগে অসহায়দের হাতে ইফতার

কাজী নাবিল আহমেদের উদ্যোগে প্রায় ৩৫০ জন অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়েছেকরোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের জন্য প্রতিদিন একবেলা করে খাবার দিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রমজান মাসে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী। এই কারযক্রমে জাতীয় দলের কোচসহ অনেকেই যোগ দিয়েছেন। এবার এগিয়ে এসেছেন বাফুফের সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আজ (মঙ্গলবার) তার পৃষ্ঠপোষকতায় প্রায় ৩৫০ জন অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়েছে।

বাফুফে ভবন প্রাঙ্গণে প্রতিদিনই অসহায়দের খাবার দেওয়া হচ্ছে। মহৎ এই উদ্যোগে অংশগ্রহণ প্রসঙ্গে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমি মনে করি এই দুর্যোগের সময় মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। কোভিড-১৯ রোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে দাঁড়িয়েছি আমিও। বাফুফের এমন কার্যক্রমে থাকতে পেরে আমি খুশি।’

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাফুফের খাবারের এই কার্যক্রম চলমান থাকবে।