পয়েন্ট হারিয়ে বার্সা কোচ বলছেন, রিয়াল সব ম্যাচ জিতবে না

বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। ছবি: রয়টার্সকরোনাভাইরাসে খেলা বন্ধ থাকার সময় লিওনেল মেসি বলেছিলেন, এবারের মৌসুমে বার্সেলোনা যেভাবে খেলছে, তাতে শিরোপা জেতা যাবে না। খেলা মাঠে ফেরার পর জেরার্দ পিকে বললেন একই কথা। লা লিগার সবশেষ দুই রাউন্ডের খেলার পারফরম্যান্সের দিকে আঙুল তুলে বার্সেলোনা ডিফেন্ডার আশার আলো খুব একটা দেখতে পাচ্ছেন না। কোচ কিকে সেতিয়েন কিন্তু এখনও আশাবাদী।

শুক্রবার রাতে সেভিয়ার মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। এতে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের শীর্ষে ফেরার সুযোগ তৈরি হয়েছে। রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলেই পয়েন্ট টেবিলের এক নম্বরে বসবে মাদ্রিদের ক্লাবটি। সেতিয়েন অবশ্য আশা হারাচ্ছেন না। বার্সেলোনা যেমন পয়েন্ট হারিয়েছে, রিয়ালও কোনও না কোনও ম্যাচে পয়েন্ট হারাবে বলে তার বিশ্বাস। বার্সেলোনার এখনও বাকি ৮ ম্যাচ, রিয়ালের ৯ ম্যাচ।

কিন্তু গত দুই ম্যাচে দলের যে পারফরম্যান্স, তাতে শিরোপা জেতা সম্ভাবনা দেখছে না পিকে। সেভিয়ার ম্যাচে পয়েন্ট হারানোর আগে লেগানেসের বিপক্ষে জিতেছে ঠিকই, কিন্তু তলানির দলের বিপক্ষে রীতিমত সংগ্রাম করে ৩ পয়েন্ট পেতে হয়েছে কাতালানদের।

পিকের হতাশার বিষয়টি বুঝতে পারছেন সেতিয়েন। তবে এই ডিফেন্ডারের চিন্তায় পরিবর্তন শিগগিরই আসবে বলে মনে করেন বার্সা কোচ, ‘এটা খুবই হতাশাজনক মুহূর্ত। বিশেষ করে যখন প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে সবাই। হয়তো এই মুহূর্তে নেতিবাচক অনুভূতি রয়েছে তার মধ্যে, তবে আমি নিশ্চিত কালকেই সে অন্যভাবে চিন্তা করবে।’

সেতিয়েন নিজে কী ভাবছেন? ‍তার মতে, শীর্ষস্থান হাতবদল হলেও রিয়াল মাদ্রিদ সব ম্যাচ জিতবে না। শিরোপা অঙ্কে তাই বার্সেলোনার সুযোগ দেখছেন তিনি, ‘আমার মনে হয় না রিয়াল মাদ্রিদ তাদের সব ম্যাচ জিতবে। সত্যি বলতে এখন সবকিছু আমাদের ওপর নির্ভর করছে না, তবে সুযোগ আছে। আমরা ভালো করেই জানি সব ম্যাচ জেতা ভীষণ কঠিন- এটা কার্যত অসম্ভব।’