মেসির নিউয়েলসে ফেরা ‘অসম্ভব নয়’

মেসি-33ফুটবলে হাতেখড়ি তার নিউয়েলস ওল্ড বয়েজে। শৈশবের এই ক্লাব থেকেই বার্সেলোনার লা মাসিয়ায় পাড়ি জমান লিওনেল মেসি। অনেকবারই আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, ক্যারিয়ারের একসময় তিনি ফিরতে চান নিউয়েলসে। আর্জেন্টাইন ক্লাবটির ভক্ত ও বোর্ড সদস্যরাও আশায় আছেন ‘মেসি ফিরবেন একদিন’। এই যেমন এবার নিউয়েলসের সহ-সভাপতি ক্রিস্তিয়ান ডি’আমিকো জানালেন, মেসির ফেরার স্বপ্ন এখন দেখছেন তারা।

আর্জেন্টাইন ক্লাবটির যুব দল থেকে ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন মেসি। হয়ে উঠেছেন কাতালান ক্লাবটির প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্লাবের কিছু সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে বিবাদে তার ন্যু ক্যাম্প ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া এবারের মৌসুমে দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট নন বার্সেলোনা অধিনায়ক। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র করায় লা লিগা শিরোপা হাত ফসকে বেরিয়ে যাওয়ার অবস্থায়।

সবকিছু মিলিয়ে মেসি বার্সেলোনায় থাকবেন কিনা, তা নিয়ে চলছে জল্পনা। বয়স যেহেতু ৩৩ পেরিয়ে গেছে, তাই ছয়বারের ব্যালন ডি’অর জয়ী শৈশবের ক্লাবে ফিরতে পারেন বলে মনে করছেন ডি’আমিকো।

মেসির ফেরা নিয়ে নিউয়েলসের সহ-সভাপতির বক্তব্য, ‘জানি না, তবে এটা অসম্ভব নয়। পুরোটাই নির্ভর করছে তার এবং তার পরিবারের ওপর। ম্যারাডোনা যখন নিওয়েলসে এলেন, তখন কেউ সেটা চিন্তাই করেনি। আশা করছি মেসির ক্ষেত্রের বিষয়টা একই হবে।’

মেসি নিজে কিন্তু অনেকবার নিউয়েলসে ফেরার কথা বলেছেন। আর্জেন্টাইন ক্লাবের প্রতি তার ভালোবাসা প্রচণ্ড। ক্যারিয়ারের শেষ পর্যায়ে বিশ্বের সেরা খেলোয়াড় ফিরবেন, এই আশা করাটা তাই মোটেও বাড়াবাড়ি নয় আর্জেন্টাইন ক্লাবটির।