বাংলাদেশ দলে করোনার থাবা, চিন্তিত ফুটবল কোচ

করোনা ধরা পড়েছে জাতীয় দলের চার ফুটবলারের শরীরেবিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রস্তুতির শুরুতেই ধাক্কা। ক্যাম্পে থাবা বসিয়েছে করোনাভাইরাস। প্রথম দিনেই আক্রান্ত চার ফুটবলার। তাদের বাদ দিয়ে আট ফুটবলার নিয়ে গাজীপুরে শুরু হয়েছে প্রস্তুতি।

সবার আগে বসুন্ধরা কিংস ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ আক্রান্ত হয়েছিলেন। তিনি ক্যাম্পে রিপোর্টই করতে পারেননি। এরপর জাতীয় দলে ডাক পাওয়া তিন নতুনের শরীরেও পাওয়া গেছে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব। তাই পুলিশ এফসির এমএস বাবলু ও নাজমুল ইসলাম এবং উত্তর বারিধারার সুমন রেজার আপাতত জাতীয় দলে অনুশীলনের স্বাদ নেওয়া হচ্ছে না।

দলে ডাক পাওয়া আনন্দ তাদের বিষাদে রূপ নিয়েছে করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ হয়ে। বাবলু যেমন বলেছেন, ‘কী থেকে কী হয়ে গেলো বুঝতে পারছি না। আশা ছিল, জাতীয় দলের হয়ে অনুশীলন করবো, তা তো এখন সম্ভব হচ্ছে না। আপাতত সুস্থ আছি। কোনও লক্ষণ নেই।’

আজ (বৃহস্পতিবার) ও আগামীকাল (শুক্রবার) বাকি ১৯ খেলোয়াড়ের করোনা পরীক্ষা হবে। সেখানে কী অপেক্ষা করছে এ নিয়ে চিন্তিত ইংলিশ কোচ জেমি ডে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের শুরুটা ভালো হলো না। আমি আসলেই চিন্তিত। এখন আমাদের পরের দুই দিনের পরিস্থিতি দেখতে হবে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে।’