এএফসি কাপ বাতিল হলেও মালদ্বীপে যেতে চায় বসুন্ধরা

বসুন্ধরা কিংসবসুন্ধরা কিংসের এএফসি কাপ খেলার কথা ছিল মালদ্বীপে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়নদের খেলা ছিল ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে বাতিল হয়ে গেছে প্রতিযোগিতাটি। তবে এই সময়টাতে অস্কার ব্রুজনের দল বসে থাকতে চাইছে না, খেলতে চায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। মালদ্বীপের ক্লাবের প্রতি তাদের আগ্রহ বেশি।

এএফসি কাপে মালদ্বীপের দুই ক্লাব টিসি স্পোর্টস ও মাঝিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের বিপক্ষে খেলার কথা ছিল বসুন্ধরা কিংসের। প্রীতি ম্যাচেও তাদের বিপক্ষেই খেলতে আগ্রহী বাংলাদেশ চ্যাম্পিয়নরা। অক্টোবরের মাঝামাঝি সময়ে মালেতে দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ হতে পারে। আবার ঢাকায় যেকোনও একটি দলকে এনে আরও দুটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এএফসি কাপ যেহেতু হচ্ছে না, তাই আমরা বসে থাকতে চাইছি না। আমাদের অনুশীলন চলছে। অক্টোবরে আমরা মালদ্বীপে গিয়ে প্রীতি ম্যাচ খেলতে চাই। ঢাকাতেও তাদের আবার আনতে চাই। শিগগিরই তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো।’

দলটির অন্যতম ডিফেন্ডার তপু বর্মণও প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী, ‘এএফসি কাপ হলো না। তবে আমাদের অনুশীলন চালিয়ে যেতে হচ্ছে। যদিও নতুন মৌসুম শুরুর আগে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলা উচিত, যেন অনুশীলনটা একঘেয়ে না হয়। এতে করে দলের মধ্যে সবার সমন্বয় পরিষ্কার ফুটে উঠবে।’