নির্বাচনের ভেন্যু বদল, ভোটগ্রহণ ‍চলবে দেড় ঘণ্টা

বাফুফে-নির্বাচন৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ২১টি পদে নির্বাচন হয়েছিল। কিন্তু ফল নিষ্পত্তি হয়েছিল ২০ পদের। সহ-সভাপতির একটি পদে দুই প্রার্থী সমান ৬৫ ভোট পাওয়ায় আবারও নির্বাচনের প্রয়োজন পড়েছে। এখন এই এক পদে আবারও নির্বাচন হতে যাচ্ছে আগামী ৩১ অক্টোবর।

নির্বাচনে দুই প্রার্থী- তাবিথ আউয়াল্ ও মহিউদ্দিন আহমেদ মহি। আগে বলা হয়েছিল, নির্বাচন হবে বাফুফে ভবনে। এখন ভেন্যু পরিবর্তন করে হোটেল সোনারগাঁওয়ে নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, ভোট দেওয়ার সময়ক্ষণও কমিয়ে আনা হয়েছে। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নির্বাচন বাফুফে ভবনে করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেখানে করতে গেলে একটু সমস্যা হয়ে যাবে। স্বাস্থবিধি সেভাবে মানা কঠিন হবে। তাই নির্বাচনের ভেন্যু বদল করা হয়েছে। আর যেহেতু একটি পদে ভোট হবে, তাই আশা করছি দেড় ঘণ্টার মধ্যে কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

আগের মতো এই নির্বাচনেও ১৩৯ জন কাউন্সিলর তথা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।