সাবেক ফিফা রেফারি আব্দুল আজীজ আর নেই

মারা গেছেন সাবেক রেফারি আব্দুল আজীজসাবেক ফিফা রেফারি আব্দুল আজীজ আর নেই। আজ (মঙ্গলবার) বিকেলে বারডেম হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী ছেড়ে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮। রেখে গেছেন স্ত্রী ও তিন মেয়ে।

গত ১২ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন আব্দুল আজীজ। কিছুটা সুস্থ হয়ে বাসায়ও ফিরে যান। কিন্তু কয়েকদিন যেতেই আবারও শ্বাসকষ্ট নিয়ে বারডেম হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত হয়। এছাড়া ভুগছিলেন কিডনিজনিত সমস্যায়। আজ দুপুরে আবারও হার্ট অ্যাটাক হলে তাকে আর বাঁচানো যায়নি।

তার মেঝো মেয়ে মাকসুদা আজীজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাবা এক সপ্তাহের বেশি সময় ধরে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে থেকেই আজ মারা গেছেন। আমরা তাকে বনানী কবরস্থানে দাফন করবো।’

১৯৭৪ সালে সহকারী রেফারি হিসেবে রেফারিং শুরু আব্দুল আজীজের। ২৮ বছর বয়সে তিনি প্রথম ফিফা রেফারি হয়েছিলেন। তিনি ছিলেন সবচেয়ে কম বয়সে ফিফা ব্যাজ পাওয়া বাংলাদেশি রেফারি। ক্যারিয়ারে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার সুযোগ হয়েছিল তার। এছাড়া ঘরোয়া ফুটবলে ৩০০’র বেশি ম্যাচে বাঁশি বাজিয়েছেন। মাঠে শক্তভাবে ম্যাচ পরিচালনার জন্য আব্দুল আজীজের আলাদা সুনাম ছিল।