জেমি ডে না থাকলে কাতার ম্যাচে প্রভাব পড়বে: সালাউদ্দিন

বাংলাদেশ কোচ জেমি ডের সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিননেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। তৃতীয় দফা পরীক্ষাতেও নেগেটিভ হতে পারেননি। এই অবস্থায় আগামী ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে ডের ডাগ আউটে দাঁড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইংলিশ কোচ শেষ পর্যন্ত ডাগ আউটে না থাকলে দলে বেশ ভালো প্রভাব পড়বে বলে মনে করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই জেমি পজিটিভ হয়েছে। নেপাল ম্যাচে প্রভাব পড়বে না, খেলোয়াড়রা বলেছিল। তা সঠিক একদিক দিয়ে। তবে কাতারের বিপক্ষে ম্যাচে প্রভাব পড়বে যদি জেমি না থাকে। এতে অনেক প্রভাব পড়বে। আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি, নেতিবাচক হবে।’- আজ (বুধবার) বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে বলেছেন সালাউদ্দিন।

নেপালের বিপক্ষে বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে কাতারের বিপক্ষে এই ফর্মেশনে খেলার সুযোগ দেখছেন না সালাউদ্দিন। বিশ্বকাপ বাছাই ম্যাচে নতুন কৌশল লাগবে। আর সেটি ডে না থাকলে সম্ভব হবে বলে মনে করছেন না বাফুফে প্রধান, ‘নেপালের বিপক্ষে যে স্টাইলে খেলা হয়েছে, সেটা কাতারের বিপক্ষে হবে না। ভিন্ন স্টাইলে খেলা হবে। এখন ডে যদি না থাকে তাহলে সহকারী কোচ সেই পরিকল্পনায় খেলাতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। জেমির অভাবটা দল অনুভব করবেই।’

কাতার অনেক শক্তিশালী দল। এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে যে কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে বাংলাদেশ, সেটা জানা আছেন সালাউদ্দিনের, ‘কাতারের বিপক্ষে তো খেলতেই হবে। তারা এশিয়ার নাম্বার ওয়ান দল। তাদের সঙ্গে আমাদের তুলনা হয় না। তারা লিগ শুরু করেছে। কোরিয়া ও কোস্টারিকার বিপক্ষে খেলেছে। এখন ফল যাই হোন না কেন... তবে আমার প্রত্যাশা কম, যতটা ক্ষতি কম হয়। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হলো গুরুত্বপূর্ণ।’

কাতারে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান ও ফিজিও ফুয়াদ করোনামুক্ত হয়েছেন। এখন তাদের দলের সঙ্গে মিশতে কোনও বাধা নেই।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আগেই জানিয়েছিলেন, তারা নতুন ম্যানেজার খুঁজছেন। এবার দলের সঙ্গে আমের খান থাকলেও ভবিষ্যতের জন্য নতুন ম্যানেজার খোঁজার কথা জানিয়েছেন সালাউদ্দিন। আর ডিসেম্বরে প্রীতি ম্যাচের জন্য শ্রীলঙ্কা ও ভুটানকে পাচ্ছে না বাফুফে। এখন শেষ ভরসা মালদ্বীপ। তারা রাজি না হলে ডিসেম্বরে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা নেই বাংলাদেশের।