কাতার কঠিন প্রতিপক্ষ, তবে আশাবাদী জীবন

কাতারে অনুশীলনে ব্যস্ত নাবীব নেওয়াজ জীবনবিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ৪ ডিসেম্বর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জেমি ডের শিষ্যদের প্রতিআক্রমণ-নির্ভর ফুটবল খেলার সম্ভাবনাই বেশি। অনুশীলনে ডিফেন্স ঠিক রাখার পাশাপাশি আক্রমণে ওঠে গোল করার দিকে জোর দেওয়া হয়েছে। কঠিন ম্যাচটির একাদশে নাবীব নেওয়াজ জীবনের থাকার সম্ভাবনা যথেষ্ট। দোহাতে গিয়ে আজই (মঙ্গলবার) অনুশীলন করেছেন আবাহনী স্ট্রাইকার। লক্ষ্য, কাতারের বিপক্ষে ভালো খেলা।

এশিয়ার চ্যাম্পিয়ন কাতার। এর ওপর আবার ২০২২ বিশ্বকাপের আয়োজকও তারা। সেই দলটির বিপক্ষে খেলা যেমন কঠিন, তেমনি গোল করাও। যদিও জীবন আশাবাদী।

আজ অনুশীলনের ফাঁকে জীবন ভিডিও বার্তায় বলেছেন, ‘এখানে আসার পর ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি এ কয়েকদিন। আজকে প্রথম দলের সঙ্গে অনুশীলন করলাম। ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। হাতে এখনও কয়েকদিন সময় আছে, আশা করি ভালো করতে পারবো। ভারপ্রাপ্ত কোচ (স্টুয়ার্ট ওয়াটকিস) বেশি নজর দিয়েছেন বল পজিশন, টিম শেপ এবং স্কোরিংয়ে।’

দোহাতে এতদিন অনুশীলনের দায়িত্বে ছিলেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তবে ৪ ডিসেম্বরের ম্যাচে ডাগ আউটে থাকবেন হেড কোচ জেমি ডে। করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে আগামীকালই দোহার ফ্লাইট ধরবেন তিনি।

প্রধান কোচের দোহায় আসার খবরে জীবনসহ অন্যরা খুশি। জীবন বললেন, ‘এক-দুই দিনের মধ্যে কোচ আমাদের সঙ্গে যোগ দেবেন। এজন্য পুরো দল আনন্দিত। আমাদের মধ্যে ভালো একটা অনুভূতি কাজ করছে, কাতার ম্যাচে ভালো কিছু করবো ইনশাল্লাহ।’