আর্জেন্টাইনের পর এবার ব্রাজিলিয়ানের ঝলক

প্রিমিয়ার লিগে উদ্বোধনী ম্যাচে গোল পেয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা। আর দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের জয়ের নায়ক এক ব্রাজিলিয়ান। আজ (মঙ্গলবার) সাম্বার দেশের ফরোয়ার্ড রবিনিয়োর জোড়া লক্ষ্যভেদে পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বসুন্ধরা। তাদের দুটি গোলই এসেছে প্রথমার্ধে।

ম্যাচের দ্বিতীয় মিনিটে বিশ্বনাথের থ্রো ইন থেকে বেসেরার ব্যাক হেড দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দী করেন পুলিশের গোলকিপার মোহাম্মদ নেহাল। ১৬ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। বেসেরার শট গোলকিপারের পায়ে লেগে ফিরে আসে, ফিরতি বলে বক্সের প্রান্ত থেকে রবিনিয়ো আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন।

প্রতিআক্রমণ নির্ভর ফুটবলে পুলিশ ২৮ মিনিটে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। মোহাম্মদ স্বাধীনের পাসে কিরগিজস্তানের মুরোলিমঝন আখমেদভের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়।

তবে ৪২ মিনিটে পুলিশ ম্যাচে ফেরায় সমতা। মুরোলিমঝনের ফ্রি কিক থেকে আইভরি কোস্টের ল্যানসাইন তোরে চমৎকার হেডে গোলকিপার আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন।

বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ইনজুরি টাইমে বসুন্ধরা আবারও এগিয়ে যায়। রবিনিয়ো বক্সের বাইরে থেকে চমৎকার বাঁকানো শটে জাল কাঁপান।

বিরতির পর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে ওঠে। ৫২তম মিনিটে নেহালের দৃঢ়তায় বসুন্ধরা গোল পায়নি। ব্রাজিলিয়ান ফের্নান্দেজের শট আটকে দেন এই গোলকিপার।

৭৭তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় পুলিশ এফসির। ফয়সাল আহমেদের দূরূহ কোণ থেকে বাড়ানো বলের নিয়ন্ত্রণ পেলেও ঠিকঠাক শট নিতে পারেননি দূরের পোস্টে থাকা এমএস বাবলু।

তিন মিনিট পর পাল্টা আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল অস্কার ব্রুজনের দলের। কিন্তু গোলকিপারকে একা পেয়েও বেসেরা লক্ষ্যে ঠিকমতো শট নিতে পারেননি।

৯০ মিনিট শেষে ২-১ স্কোরলাইন ধরে রেখে বসুন্ধরা ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। বিপরীতে আবাহনীর কাছে হেরে লিগ শুরু করা পাকির আলীর দল টানা দ্বিতীয় ম্যাচে হার দেখলো।