এফএ কাপ থেকে চ্যাম্পিয়নদেরই বিদায়!

এফএ কাপের ইতিহাসটাই আর্সেনালময়। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন উত্তর লন্ডনের এই ক্লাব। সেই ক্লাবটিই নিজেদের রেকর্ড সমৃদ্ধ করার মিশনে ছিল এবার। কিন্তু চতুর্থ রাউন্ডে তাদের ১-০ গোলে হারিয়ে বিদায় করে দিয়েছে সাউদাম্পটন। 

অবশ্য এই হারের যন্ত্রণাটা গানারদের বেশি করেই পোড়াবার কথা। কারণ গোলটা যে হয়েছে তাদেরই ভুলে! সাউদাম্পটন আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেই ২৪ মিনিটে বক্সের কাছে চলে গিয়েছিল। কাইল ওয়াকার পিটার ক্রস করেছিলেন ঠিকই, কিন্তু সেই ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি আর্সেনাল ডিফেন্ডার গাব্রিয়েল। বরং তার পায়ে লেগে বল জড়ায় আর্সেনালের-ই জালে।

সব দিক দিয়েই এই হারটি আর্সেনালের জন্যও অস্বস্তিকর। সাত ম্যাচ পর হার দেখলো তারা। এমনকি গোলটাও হজম করলো ৫০৮ মিনিট পর।

অপর ম্যাচে একই ভাগ্য বরণ করতে বসেছিল ম্যানচেস্টার সিটিও। ৫৯ মিনিটে একটি গোল করে জয়ের অপেক্ষায় ছিল তাদের প্রতিপক্ষ চেলটেনহাম টাউন। কিন্তু খেলার ৯ মিনিট বাকি থাকতে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় সিটি। একের পর পর এক আক্রমণে তুলে নেয় তিন গোল! যার শুরুটা হয় ৮১ মিনিটে, ফোডেনের গোলে। ৮৪ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন জেসুস। যোগ হওয়া সময়ে ৯০+৪ মিনিটে তৃতীয় গোলটি করেছেন তোরেস। তাতেই পঞ্চম রাউন্ডে পা রেখেছে ম্যানসিটি।