জয়ের ধারায় ফিরতে চান হিডিঙ্ক

চেলসি চেলসিকে ধারাবাহিক জয়ের ধারায় ফেরাতে চান অন্তর্বর্তীকালীন কোচ গাস হিডিঙ্ক। আজ রবিবার প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসের মাঠে আতিথ্য নেওয়ার আগে এ মন্তব্য করেন তিনি।
এই ডাচ কোচ বলেন, আমরা কিছু পয়েন্ট পেতে শুরু করেছি। টানা তিন ম্যাচে হারিনি। কিন্তু এটা যথেষ্ট নয়। আমাদের অবশ্যই জয়ের ধারায় আসতে হবে। স্ট্যামফোর্ড ব্রিজ থেকে হোসে মরিনহোর বিদায়ের পর এখন পর্যন্ত কোনও ম্যাচ হারেনি চেলসি। সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ের পর ওয়াটফোর্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করে ব্লুজরা। তবে তাতে পয়েন্ট টেবিলের উন্নতি হয়েছে সামান্যই। ১৯ খেলায় মাত্র ২০ পয়েন্ট চেলসির। টেবিলের ১৪ তম অবস্থানে আছে তারা। যেখানে গত মৌসুমে লিগের অর্ধেকটা শেষ হওয়ার পর তাদের পয়েন্ট ছিল ৪৬।

তবে আশঙ্কার বিষয় প্রতিপক্ষের মাঠে লিগে টানা সাত ম্যাচে জয়ের দেখা পায়নি চেলসি। চলতি মৌসুমে অ্যাওয়ে ম্যাচে এই পর্যন্ত মাত্র ছয় পয়েন্ট অর্জন করে ব্লুজরা। লিগে সান্ডারল্যান্ড এবং অ্যাস্টন ভিলা ছাড়া এত বাজে রেকর্ড নেই আর কোনও দলের। নতুন কোচের অধীনে চেলসি দুর্দশাটা কতটা কাটিয়ে উঠতে পারে সেটাই এখন দেখার বিষয়।

/এমআর/