অনলাইন জুয়ার মাধ্যমে দেশের ফুটবলে পাতানো ম্যাচের গন্ধ পাওয়া গেছে। অভিযোগের তীর দুটি ক্লাবের দিকে। প্রিমিয়ার লিগে পাঁচটি ম্যাচ পাতানো সন্দেহে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে তদন্ত চলছে। খোদ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়ে সবকিছু তদন্ত করতে বলেছে। এরই মধ্যে দুটি ক্লাবের কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে। তবে আলোচিত এই বিষয় নিয়ে বাফুফে কঠোর অবস্থানেই আছে। অনলাইন বেটিং কিংবা পাতানো ম্যাচের বিষয়ে কিছু প্রমাণিত হলে নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে।
মঙ্গলবার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিভা অণ্বেষন কর্মসূচিতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বাফুফে তিনটা বিষয় সহ্য করবে না। ম্যাচ ফিক্সিং, বর্ণবাদ ও ড্রাগস। এসব বিষয়ে জিরো টলারেন্স। আমরা যদি প্রমাণ করতে পারি এটা হয়েছে (ম্যাচ ফিক্সিং)। তাহলে নিষিদ্ধ হতে হবে।’
অন্য দিকে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডেকেও বিষয়টি বেশ ভালোভাবে নাড়া দিয়েছে। বাংলা ট্রিবিউনকে এই কোচ বলেছেন, ‘এটি হতাশাজনক খবর। আশা করছি, যারা এর সঙ্গে জড়িত তারা শাস্তি পাবে। যদি তারা শাস্তি না পায়, তাহলে আবারও তা ঘটতে পারে।’