ইনজুরি ভাবায় না জিদানকে!

দলের তারকা খেলোয়াড়েরা ইনজুরিতে থাকায় রিয়াল মাদ্রিদের পরিস্থিতিটা স্বস্তিদায়ক নয় মোটেও। নেই সের্হিয়ো রামোস, এদেন হ্যাজার্ড, এদের মিলিতাওরা। তার ওপর আজকে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে করিম বেনজিমাকেও পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আতালান্তা চ্যালেঞ্জ উতরাতে পারবে তো টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার শিরোপাজয়ীরা?

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান অবশ্য এই দল নিয়েই আত্মবিশ্বাসী। বাকিদের নিয়েই লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আপনারা সব সময় আমাদের ইনজুরি নিয়ে কথা বলেন। এই অবস্থায় যারা দলে আছে, আমি কিন্তু তাদের নিয়েই সন্তুষ্ট। আর সব সময়ই আমরা জয়ের জন্যে লড়ে থাকি। আর জয় ছাড়া আমরা কখনো আনন্দিত হই না।’

আতালান্তা কিন্তু আয়াক্সের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলে অভ্যস্ত। যে আয়াক্স দুই মৌসুম আগে ছিটকে দিয়েছিল রিয়ালকেই।

রিয়াল অবশ্য আতালান্তের বিপক্ষেও মুখোমুখি হচ্ছে প্রথমবার। জিদান তাই ওই দুই দলের তুলনায় যেতে চাইলেন না, ‘আগ্রাসনের কথা বললে ওরা এই জায়গাটায় খুব ভালো। ওরা আক্রমণে যায়, শারীরিকভাবেও ওরা দুর্দান্ত।’

ম্যাচটা শুরু হবে বুধবার দিবাগত রাত ২টায়।