রোনালদোর গোলও জয়ে ফেরাতে পারলো না জুভেন্টাসকে

ক্রিস্তিয়ানো রোনালদো স্বমহিমায় উজ্জ্বল থাকলেও দলীয়ভাবে নিষ্প্রভই থাকছে জুভেন্টাস। সিরি আ’য় হেল্লাস ভেরোনার বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। তাতে লিগ শিরোপা ধরে রাখার মিশনে আবার হোঁচট খেলো জুভেন্টাস।

এর ফলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়ে গেছে জুভেন্টাস। দুইয়ে থাকা এসি মিলান থেকে তিন পয়েন্ট কম। সমান ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইন্টার মিলান।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সেই খরা কাটান রোনালদো। ৪৯ মিনিটে ফেডেরিকো চেইসার পাস থেকে করেন মৌসুমের ১৯তম গোল। লিগে এখনও শীর্ষ গোলদাতা তিনি। অবশ্য এই গোলও মুক্তি দিতে পারেনি তার দলকে। ৭৮ মিনিটে সমতা ফেরায় ভেরোনা।

এ নিয়ে চার ম্যাচে জুভেন্টাসের অর্জন মাত্র ৪ পয়েন্ট। অবশ্য আরও দু’বার গোলের কাছে পৌঁছে গিয়েছিল ভেরোনা। ভাগ্য ভালো যে ক্রসবারে লেগে গোল আর হজম করতে হয়নি পিরলোর দলকে।

অপর দিকে লিগ ওয়ানে তলানির দল দিজোঁকে বিধ্বস্ত করে দুইয়ে উঠে গেছে পিএসজি। পুরো সময় আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ৬ মিনিটে শুরুর গোলটি করেছেন এভারটন থেকে ধারে আসা ময়েস কিন। ৩২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এমবাপ্পে। ৫১ মিনিটে বাঁকানো শটে দ্বিতীয় গোল তুলে ক্লাবের হয়ে পূরণ করেছেন ১১৩তম গোল।

 ৮২ মিনিটে হুলিয়ান ড্রাক্সলারের কর্নার থেকে হেড করে চতুর্থ গোলটি তুলে নেন দানিলো। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে গেছে পিএসজি। ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল।