ভোটের আগে সভাপতি পেয়ে গেলো মোহামেডান

২০১১ সালের ২১ সেপ্টেম্বর সবশেষ নির্বাচন হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবে। মাঝে ক্যাসিনো-কাণ্ডে তো তাদের জেরবার অবস্থা! এই সমস্যা কাটাতে এবার নতুন করে জাগরণ তৈরি হয়েছে। আগামী ৬ মার্চ হতে যাচ্ছে নির্বাচন। তবে তার আগেই দুই বছর মেয়াদি কমিটিতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) মোহাম্মদ আব্দুল মুবীন।

নির্বাচনে ১৬ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ প্রার্থী। শনিবার স্থানীয় একটি হোটেলে সাধারণ সভার পর ৩৩৭ সদস্য ভোটের মাধ্যমে নতুন পরিচালনা পরিষদ নির্বাচিত করবেন।

গত বুধবার ছিল নির্বাচনে মনোনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওসার নির্বাচনের সবশেষ অবস্থা তুলে ধরেন।

মোহামেডান ক্লাব ভবনে এই কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সভাপতি পদে নির্বাচনের প্রয়োজন পড়ছে না। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) মোহাম্মদ আব্দুল মুবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ১৬টি পরিচালক পদে ২০ জন দাঁড়িয়েছেন। এই পদগুলোতে নির্বাচন হবে। আশা করছি, আগামী শনিবার সুষ্ঠভাবে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব নিতে পারবে।’