পুলিশকে ৫ গোলের মালা পরালো শেখ রাসেল

ডাগ আউটে দাঁড়িয়ে পুলিশ এফসিকে নানাভাবে উৎসাহিত করে গেছেন একসময় আবাহনীতে খেলে যাওয়া শ্রীলঙ্কার সাবেক ফুটবলার পাকির আলী। তাতেও উজ্জীবিত হলো না সাবেক এই তারকার দল। পুলিশ এফসিকে ৫-০ গোলের মালা পরিয়েছে শেখ রাসেল।

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের পর জয় পেলো সাইফুল বারী টিটুর দল।১২ ম্যাচে ষষ্ঠ জয়ে শেখ রাসেল ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ষষ্ঠ হারে ১২ পয়েন্ট নিয়ে আগের অষ্টম স্থানে আছে পুলিশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল। হাবীবুর রহমান নোলকের লম্বা থ্রো ইন থেকে বক্সের থেকে ওবি মনেকে হেড করে লক্ষ্যভেদ করেন। ২৮ মিনিটে স্কোর ২–০ করেছেন ব্রাজিলিয়ান জিয়ানকার্লো লোপেজ। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার।

ব্যবধান ৩-০ হতেও সময় লাগেনি। ৬ মিনিট পর বাম প্রান্ত থেকে খালেকুজ্জামান সবুজের ক্রসে দূরের পোস্টে হেড করে জালে বল জড়িয়ে দেন মোহাম্মাদ আব্দুল্লাহ।

বিরতির পরও শেখ রাসেলের আধিপত্য বজায় ছিল। ৬৯ মিনিটে ভুলের দায় ছিল পুলিশের গোলকিপারের। আব্দুল্লাহর ক্রস গোলকিপার সাইফুল ইসলামের হাত ফসকে জড়িয়ে যায় জালে।

৮৩ মিনিটে সিওভুস আশররোভ প্লেসিং করে বড় লজ্জায় ফেলে দেন পুলিশকে। এটাই পুলিশের এখন পর্যন্ত বড় ব্যবধানে হার।