দেশে লকডাউন, তাই জামাল গেলেন ডেনমার্ক

ভারতের আই-লিগ খেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন জামাল ভূঁইয়া। খেলেছেন নেপালে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায়। এরপর ঢাকায় ফিরে পুরনো ক্লাব সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে লকডাউনের কারণে প্রিমিয়ার লিগ পিছিয়ে যাওয়ায় জামাল ফিরে গেছেন ডেনমার্কে।

সোমবার ঢাকা ছেড়েছেন জামাল। লকডাউনে যেহেতু খেলা নেই, তাই জন্মস্থান ডেনমার্কে ছুটিতে থাকবেন তিনি। লকডাউন শেষে সাইফের অনুশীলনে ফিরবেন এই মিডফিল্ডার।

ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জামাল অনেকদিন তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছে না। কলকাতা মোহামেডান ও জাতীয় দলের ব্যস্ত সূচির জন্য কয়েক মাসের বেশি পরিবারের বাইরে সে। লিগ যেহেতু পিছিয়ে গেছে কয়েকদিন, তাই সে অনুরোধ করলো ছুটির জন্য। আমরা তার অনুরোধ বিবেচনা করেছি।’