ম্যানসিটিকে হারিয়ে দিলো ১০ জনের লিডস

ভাবশিষ্য পেপ গার্দিওলার ট্যাকটিকসের বিপক্ষে ‘গুরু’ মার্সেলো বিয়েলসার লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার জয়টা হলো আর্জেন্টাইন কোচেরই। মানে শিষ্যের বিপক্ষে জিতে গেলেন গুরু। ১০ জন নিয়েও প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে বিয়েলসার লিডস ইউনাইটেড। স্টুয়ার্ট ডালাসের জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলের জয়টা এসেছে আবার সিটির মাঠ ইতিহাদে!

ম্যানসিটির হারে জমে উঠলো প্রিমিয়ার লিগ। গার্দিওলার দল ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। তবে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের তাদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ তৈরি হয়েছে। রেড ডেভিলদের ৩০ ম্যাচে পয়েন্ট ৬০। অর্থাৎ দুই ম্যাচ কম খেলা ম্যানইউ দুটো ম্যাচ জিততে পারলে তখন পয়েন্ট হবে ৬৬। ব্যবধান কমে দাঁড়াবে ৮। অন্যদিকে লিডস উঠে এসেছে নবম স্থানে। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫।

ইতিহাদে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি ম্যানসিটি। আক্রমণ চালিয়েছে, তবে গোল পায়নি। উল্টো বিরতিতে যাওয়ার আগমুহূর্তে পিছিয়ে পড়ে তারা। ৪২ মিনিটে স্টুয়ার্ট ডালাসের লক্ষ্যভেদে লিডস এগিয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি সময়ে লিয়াম কুপার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

১০ জনের দলের বিপক্ষে ম্যানসিটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বিরতির পর। ৭৬ মিনিটে ফেরান তোরেস ম্যাচে সমতাও নিয়ে আসেন। কিন্তু শেষ ভাগে এসে ম্যানসিটির দুর্ভাগ্য। ডালাস দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে দ্বিতীয় গোল করে ম্যানসিটিকে ম্যাচ থেকে ছিটকে দেন। সঙ্গে লিডসের ৩ পয়েন্ট নিশ্চিত হয়।

গত অক্টোবরে লিগে প্রথম দেখায় লিডসের মাঠে ১-১ গোলে ড্র করেছিল ম্যানসিটি। এবার নিজেদের মাঠে ড্র নয়, হারের তিক্ততা পেলো শিরোপা প্রত্যাশী গার্দিওলার দল।