‘ভার’ নিয়ে উত্তেজনার ম্যাচ জিতলো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে ‘ভার’ রিভিউ নিয়ে উত্তেজনা ছড়ানো ম্যাচে আগুনে পারফর্ম করলো ম্যানচেস্টার ইউনাইটেডই। অথচ প্রথম দিকে এগিয়ে গিয়েছিল টটেনহাম হটস্পার। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন গোল করে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে ওলে গানার সুলশারের দল।

৪০ মিনিটে সন হিউং মিন গোল করে এগিয়ে নিয়েছিলেন স্পারদের। অথচ এর আগে ৩৫ মিনিটে এদিনসন কাভানি গোল করে ম্যানইউকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ‘ভার’ রিভিউ নিয়ে রেফারি ফাউল দেওয়ায় পরে বাতিল হয়ে যায় সেই গোল। ফলশ্রুতিতে উত্তেজনা দেখা দিয়েছিল ম্যানইউ শিবিরে। তাদের দাবি যে ফাউলটি দেওয়া হয়েছে, সেটি মোটেও পরিষ্কার ও সুস্পষ্ট ছিল না!

পরে অবশ্য এই ঘটনাই দ্বিতীয়ার্ধে তাতিয়ে দেয় ম্যানইউকে। যার প্রমাণ তিন তিনটি গোল! ৫৭ মিনিটে ফ্রেদের গোলে ফেরে সমতা। ৭৯ মিনিটে কাভানির ‘প্রতিশোধে’ স্কোর হয় ২-১। যোগ হওয়া সময়ে (৯০+৬ মিনিট) শেষ পেরেকটি ঠুকেছেন ম্যাসন গ্রিনউড।

এদিকে পরের মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার আশা এখনও বাঁচিয়ে রেখেছে আর্সেনাল।শেফিল্ড ইউনাইটেডকে তারা হারিয়েছে ৩-০ গোলে। জোড়া গোল করেছেন আলেক্সান্ডার ল্যাকাজেটে। একটি করেছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

জয়ের ফলে নবম স্থানে উঠেছে আর্সেনাল। ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। সমান ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ম্যানচেস্টার সিটি।