হিগুয়েইনের দাবি, মেসি-রোনালদোকে সবচেয়ে ভালো বোঝেন তিনি

আর্জেন্টিনা সমর্থকদের বেশিরভাগের আক্ষেপের নাম গনসালো হিগুয়েইন! ২০১৪ বিশ্বকাপ ফাইনালে সহজ গোলের সুযোগ নষ্ট করা কিংবা পরের বছরের কোপা আমেরিকার ফাইনালে তার অবিশ্বাস্য ভুল এখনও শিল হয়ে বিঁধে আছে সমর্থকদের মনে। লিওনেল মেসির সঙ্গে তার বোঝাপড়ার গ্যাপ থাকার কথাটাও অনেক আলোচিত। যদিও এই স্ট্রাইকার নিজে মনে করেন, তিনি সবচেয়ে ভালো বোঝেন মেসিকে। আর ক্লাব ফুটবলে যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন, তাই পর্তুগিজ তারকার সুবিধা-অসুবিধাও তার চোখে স্পষ্ট।

ব্রাজিল বিশ্বকাপে হিগুয়েইনের ভুল এখনও ক্ষত হয়ে আছে আর্জেন্টাইন সমর্থকদের মনে। জার্মানির গোলকিপার মানুয়েল নয়ারকে একা পেয়েও বল মেরেছিলেন পোস্টের বাইরে। তাছাড়া অনেক সময়ই মেসির সঙ্গে তার বোঝাপড়ার বড় পার্থক্য দেখা গেছে। জাতীয় দলকে বিদায় জানানো এই স্ট্রাইকার অবশ্য তেমনটা মনে করেন না। বরং বার্সেলোনা ফরোয়ার্ডকে পড়ে ফেলার ক্ষমতা তার অন্য সবার চেয়ে বেশি বলে দাবি।

জাতীয় দলে খেলেছেন মেসির সঙ্গে, আর ক্লাব ফুটবলে লড়েছেন রোনালদোর সঙ্গে। রিয়াল মাদ্রিদে ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাটানো সময়ে খেলেছেন রোনালদোর সঙ্গে। পরে জুভেন্টাসেও হয়েছেন সতীর্থ। তার সঙ্গেও আছেন অসংখ্য সুখস্মৃতি। আক্রমণভাগে মেসির মতো পর্তুগিজ যুবরাজকেও হিগুয়েইন বুঝে ফেলতে পারতেন সহজে।

এখন মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির জার্সিতে মাঠ মাতানো ৩৩ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘আমি এদের (মেসি-রোনালদো) দুজনের সঙ্গেই অনেক খেলেছি। তাই আমি ওদেরকে সবচেয়ে ভালো বুঝি।’

কীভাবে বুঝতে পারেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন হিগুয়েইন, ‘আমি জানতাম ওদের পছন্দ কী, অপছন্দ কী। ওরা কোন ব্যাপারটায় স্বস্তি অনুভব করে, কোন ব্যাপারটায় অস্বস্তি বোধ করে, সব বুঝতাম।’

সময়ের দুই সেরা খেলোয়াড়ের সঙ্গে কাটানো সময়ে সমর্থন পেয়েছেন সাবেক রিয়াল স্ট্রাইকার, ‘ওরাও আমাকে সাহায্য করেছে, সমর্থন দিয়েছে। যখন যে দলে যাকে পেয়েছি, সে শতভাগ সমর্থন দিয়েছে।’

নিজের সম্পর্কে হিগুয়েইনের মূল্যায়ন, ‘আমি কখনও বিশ্বাস করি না যে, আমি সবার চেয়ে ভালো, কখনও না। আমার এটাও মনে করি না যে, আমি সবার চেয়ে খারাপ।’