আনন্দে আত্মহারা মেসি

আগেও কোপা দেল রের ট্রফি জিতেছেন লিওনেল মেসি। তবে সেটা ছিল শুধুই একজন খেলোয়াড়ের ভূমিকায়। এবার অবশ্য আর্জেন্টাইন তারকা স্প্যানিশ এই প্রতিযোগিতার ট্রফি জিতলেন অধিনায়ক হিসেবে, তাও আবার প্রথমবারের মতো! তাই এই ট্রফি মেসির কাছে বিশেষ কিছুই। সে কারণেই ট্রফি ঘিরে মেসির উল্লাস ছিল চোখে পড়ার মতো। সবার সঙ্গে ছবি তুলেছেন। এক কথায় আনন্দে আত্মহারা ছিলেন বার্সার প্রাণভোমরা।

মেসির হাতে আর্মব্যান্ড উঠেছে ২০১৮ সালে আন্দ্রেস ইনিয়েস্তার পর। এরপর থেকে মেসির অধীনে দল চেষ্টা করেও কোপা দেল রের শিরোপা জিততে পারেনি। আর এবার তো বার্সার বেশ দুঃসময় যাচ্ছিল। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। লা লিগায় খুব যে একটা সুবিধাজনক অবস্থায় আছে, সেটাও বলা যাবে না। তাই কোপা দেল রের ট্রফিটা তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। সেভিয়ার মাঠে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে নতুন করে যেন পথ চলায় অনুপ্রেরণা পেয়েছে কাতালানরা। চার গোলের দুটি এসেছে আবার মেসির কাছ থেকে।

তাই সেভিয়ার মাঠে ট্রফি উঁচিয়ে মেসি যেন একটু বেশি-ই আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন। ট্রফি জিতে এই ফরোয়ার্ড বলেছেন, ‘অধিনায়ক হিসেবে এটা আমার জন্য বিশেষ কিছু। তার সঙ্গে কোপা জেতাটাও। কেননা আমি এটা উঁচিয়ে ধরতে পেরেছি। তবে সমর্থদের সঙ্গে উদযাপন করতে না পারাটা দুঃখজনক। এখন পরিস্থিতি যেমন, তার সঙ্গে মানিয়ে চলতে হবে।’

ফাইনালে চারটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ১২ মিনিটের ঝড়ে অ্যাথলেটিক বিলবাও এলোমেলো হয়ে গেছে। ম্যাচ নিয়ে
মেসির মূল্যায়ন, ‘কোপা সবসময় বিশেষ কিছু। সমর্থকরা বেশ উপভোগ করে। আমরা জানি, অ্যাথলেটিক এভাবে খেলবে। প্রথমার্ধে আমরা গোল দিতে পারিনি। তার পরেও ধৈর্য ধরে ছিলাম। একের পর সুযোগ তৈরি করে যাচ্ছিলাম। দ্বিতীয়ার্ধে এসে সফলতা মিলেছে। আর ক্লাসিকোতেও আমরা ভালো করতে পারিনি। তবে আমরা এখন আগের চেয়ে ভালো দল। আশা করি, সামনের দিকেও ভালো হবে।’