করোনা পরিস্থিতি, ঢাকাতেই খেলতে চায় আবাহনী

এএফসি কাপে আবাহনী লিমিটেডের প্লে-অফ পর্বের ভেন্যু নিয়ে জটিলতা এখনও কাটেনি। মালদ্বীপ ঈগলসের বিপক্ষে ঢাকায় গত ১৪ এপ্রিল হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু দেশব্যাপী লকডাউনের কারণে তা করা যায়নি। আয়োজক এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি)অংশগ্রহণকারী তিন ক্লাবকে সভা করে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নিতে বলেছিল। কিন্তু বৃহস্পতিবারের সভাতে ভারত ও বাংলাদেশ থাকলেও তাতে অংশ নেয়নি মালদ্বীপ। সেই সভাতে নিজেদের মাঠে ম্যাচ আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছে অংশগ্রহণকারীরা।

এর আগে মালদ্বীপেই দুটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা অপারগতা প্রকাশ করে সেখানে। এখন আবাহনী লিমিটেড চাইছে লকডাউন উঠে গেলে আাগামী মাসের শুরুর দিকে মালদ্বীপের দলটির বিপক্ষে ঢাকায় খেলতে। আর এই ম্যাচ জিতলে তখন ভারতের গোয়াতে গিয়ে বেঙ্গালুরু এফসির বিপক্ষে মুখোমুখি হতে হবে জয়ী দলকে।

আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিত দাশ রুপু চলমান পরিস্থিতি নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখন আমরা ঢাকায় মালদ্বীপ ঈগলসের বিপক্ষে খেলতে চাই। যেহেতু লকডাউন উঠে যাচ্ছে। আশা করছি, মে মাসের শুরুর দিকে আন্তর্জাতিক ফ্লাইটও চালু হয়ে যাবে। তখন ঢাকায় খেলতে আর সমস্যা থাকবে না। এরপর এই ম্যাচ জিতলে তখন গোয়াতে খেলতে হবে। পুরো বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে এএফসিকে। এখন দেখা যাক কী হয়।’