বাংলাদেশের নাগরিকত্ব পেয়েও ভাগ্য ঝুলে আছে কিংসলের!

নাইজেরিয়ান নাগরিকত্ব বিসর্জন দিয়ে বাংলাদেশে থিতু হয়েছেন এলিটা কিংসলে। নিয়েছেন এই দেশের নাগরিকত্ব। কিন্তু নাগরিকত্ব পেলেও এই স্ট্রাইকার হাতে পাননি বাংলাদেশের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয় পত্র। যে কারণে বসুন্ধরা কিংসের হয়ে তার এএফসি কাপে খেলা যেমন অনিশ্চিত, তেমনি প্রিমিয়ার লিগেও!

আগামী ৩০ এপ্রিল থেকে প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বের খেলা শুরু হচ্ছে। বসুন্ধরা কিংস তাকে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মধ্যবর্তী দলবদলে নাম নিবন্ধন করেছে। কিন্তু এলিটার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয় পত্র না থাকায় তার খেলার বিষয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। এলিটার প্রসঙ্গটি চলে গেছে, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে। সেখানেই সিদ্ধান্ত হবে এলিটা প্রিমিয়ার লিগে খেলতে পারবেন কিনা।

এই প্রসঙ্গে বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশি হিসেবে খেলতে হলে যে কোনও ফুটবলারের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয় পত্র লাগবে। প্রিমিয়ার লিগে খেলতে হলে এটাই নিয়ম হয়ে আছে। এখন এলিটার দুটোর একটাও নেই। তাই এলিটার বিষয়টি আমরা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে পাঠিয়েছি। দু’একদিনের মধ্যে কমিটি সিদ্ধান্ত নিবে আশা করছি।’