মেসির আড়ালে লড়াইটা গ্রিজমান-সুয়ারেজের মধ্যেও!

বার্সেলোনা কোপা দেল রের ট্রফি জিতেছে আগেই। এখন তাদের লক্ষ্য লা লিগার শিরোপা। আপাতত সেই পথেই এগুচ্ছে কাতালানরা। যদিও অন্য দুই শিরোপা প্রত্যাশী আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদও বসে নেই। ফলে শিরোপা জিততে এই তিন দলের মধ্যেই জোর লড়াই চলছে। পাশাপাশি লড়াই চলছে প্রাণভোমরাদেরও!

তবে লা লিগার ত্রিমুখী লড়াইয়ে বার্সেলোনার সামনে আবারও সুযোগ এসেছে শীর্ষে উঠার। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জিততে পারলেই সবাইকে ছাড়িয়ে যাবে কাতালানরা। কাল শনিবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচটি হতে যাচ্ছে।

অবশ্য এই ম্যাচকে সামনে রেখে প্রাণভোমরাদের ভূমিকাও কম নয়। বার্সা যেমন মেসির জ্বলে উঠার অপেক্ষায় থাকবে। তেমনি দু’দলের অন্য দুই তারকার মধ্যেও লড়াইটা হবে সমানে সমান। একজন হচ্ছেন বার্সার আন্তোয়ান গ্রিজমান। অন্যজন আতলেতিকোর লুইস সুয়ারেজ।

দু’জনেই এই মৌসুমে ১৯ গোল করেছেন। ফলে শনিবার দু’দলের মুখোমুখি লড়াইয়ের আড়ালে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার মিশনেও থাকবেন তারা। দু’জনেই আবার মাঠে নামবেন সাবেক ক্লাবের বিপক্ষে।

এক মৌসুম আগেও ফ্রেঞ্চ তারকা গ্রিজমান খেলতেন আতলেতিকো মাদ্রিদে। আর গত মৌসুমে উরুগুয়ের তারকা সুয়ারেজ খেলেছেন বার্সেলোনায়। তবে ক্লাব পাল্টালেও দুই তারকার ওপর থেকে প্রত্যাশার চাপটা মোটেও কমছে না। ট্রফি জয়ের চাপটা থাকছেই।

বার্সা এখন প্রতিপক্ষ হলেও এই দলটির হয়েই সুয়ারেজ ৬ বছরে ১৯১ ম্যাচ খেলে পেয়েছেন ১৪৭ গোল। এমনকি তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও। তাই প্রতিপক্ষকে ভালো করেই জানা আছে তার। আর এখন আতলেতিকোতে যাওয়ার পর তো দুরন্ত গতিতেই এগিয়ে চলেছেন, ২৮ ম্যাচে করেছেন ১৯ গোল।

গ্রিজমান অবশ্য বার্সায় আসার আগে সেখানেই ৫ বছর খেলেছেন। ১৮০ ম্যাচে করেছেন ৯৪ গোল। ক্লাব ইতিহাসে পঞ্চম সেরা সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০১৯ সালে বার্সায় আসার পর ৬৭ ম্যাচে পেয়েছেন ২১ গোল। এর মধ্যে এবারের লা লিগাতেই আছে ১২ গোল।

ফলে দু’জনের মধ্যে এই মৌসুমে আপাতত কে এগিয়ে থাকেন, তা পরিষ্কার হতে পারে আগামীকাল।