চলে গেলেন ‘খেলা পাগল’ মনসুর আলী

বিয়ে করেননি, সংসার হয়নি। খেলাতেই ডুবে ছিলেন মনসুর আলী। ক্রীড়াঙ্গনে যিনি পরিচিত ছিলেন ‘খেলা পাগল’ মানুষ হিসেবে। খেলায় খেলায় পার করা সেই মনসুরের জীবনের ঘণ্টা বেজে গেলো। মঙ্গলবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫২ বছর বয়সে চলে গেছেন না ফেরার দেশে। আজ (বুধবার) ১১টায় ধোলাইপাড় স্কুল মাঠে জানাজা শেষে তার দাফন হয়েছে।

মনসুর ছিলেন ক্রীড়াঙ্গনের ভীষণ পরিচিত মুখ, সবার প্রিয় ক্রীড়া সংগঠক। ক্রীড়াঙ্গনের সব বিভাগ নিয়েই কাজ করেছেন তিনি। তবে ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল ‘বিশেষ’। তৃণমূল থেকে অসংখ্য ফুটবলার তুলে নিয়েছেন ৩৫ বছরের ক্রীড়াযাত্রায়। এমন একজনের চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে।

১৯৮৭ সালে নিজের নামে তিনি প্রতিষ্ঠা করেছিলেন মনসুর স্পোর্টিং ক্লাব। ফুটবল, ক্রিকেট, হকি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল- সবই ছিল, তবে ফুটবলকে ভালোবাসতেন আলাদাভাবে। মনসুর স্পোর্টিং ক্লাব ৩৫ বছর ধরে খেলছে পাইওনিয়ার ফুটবল লিগে। ভালো পারফরম্যান্সে ‘প্রমোশনের’ সুযোগ থাকলেও কখনও ‘ঝুঁকি’ নেননি মনসুর। কারণ দল তৃতীয় বিভাগে উঠলে যে খরচ টানতে হবে, সেই ক্ষমতা তার ক্লাবের ছিল না।

খেলাকে তিনি এতটাই ভালোবাসতেন যে, বিয়ে পর্যন্ত করেননি। সারাদিন খেলায় ডুবে থাকায় মনসুরের সংসার জীবনে যাওয়ার সুযোগ হয়নি। সেই জীবনের প্রদীপ নিভে গেছে। খেলা ছেড়ে, এই পৃথিবী ছেড়ে অন্যপারে ‘খেলা পাগল’ মনসুর।