রিয়াল ছেড়ে যাওয়ার খবরে যা বললেন জিদান

জিনেদিন জিদানের ভবিষ্যৎ জানাতে উঠে পড়ে লেগেছে স্প্যানিশ মিডিয়া। গত কয়েক দিনের খবরে মনে হচ্ছিল, জিদানের বিদায় বলে দেওয়াটা এখন আনুষ্ঠানিকতা। কিন্তু গতকাল লা লিগা ম্যাচের পর রিয়াল মাদ্রিদ কোচ যা বলছেন, তাতে মনে হচ্ছে নাটকটা চলমান থাকবেই। রিয়ালকে বিদায় বলে দেওয়ার খবরটি পুরোপুরি অস্বীকার করেছেন এই কোচ!

স্প্যানিশ পত্রিকাগুলোর দাবি, গত সপ্তাহেই নাকি দলের সবার কাছ থেকে বিদায় নিয়েছেন জিদান। বলেছেন, মৌসুম শেষ হতেই রিয়াল মাদ্রিদ থেকে চলে যাবেন। রবিবার আথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারানোর পর এই ব্যাপারে জিদানের প্রতিক্রিয়া ছিল এমন, ‘আমি কীভাবে ছেলেদের বলি যে আমি এখন বিদায় নিচ্ছি? এখন আমরা শিরোপা জিততে সব টুকু উজাড় করে দিচ্ছি। আর এখন সবাইকে কীভাবে বলি যে বিদায় আসন্ন।’

গতকালের আগ পর্যন্ত পরিস্থিতি একটু ভিন্নরকম ছিল। গতকালকেই শিরোপা জেতার সুযোগ ছিল আতলেতিকো মাদ্রিদের। কিন্তু শিরোপা লড়াইটা জমজমাট করে সেটি শেষ দিনে নিয়ে গেছে জিদানের শিষ্যরা। এর পরেও শিরোপা ভাগ্য তাদের হাতে নেই। আতলেতিকো যদি রিয়াল ভায়াদলিদের কাছে হারে বা ড্র করে। আর রিয়াল মাদ্রিদ যদি শেষ ম্যাচ জেতে, তাহলেই শিরোপা ঘরে তুলতে পারবে জিদানের দল।    

এমন পরিস্থিতিতে বিদায়ের গুঞ্জন উঠায় সেটি যে আরও কিছুদিন চলবে। তা বোঝা গেলো জিদানের কথা থেকেই, ‘দেখা যাক মৌসুম শেষে কী হয়। কিন্তু এখন আমরা শেষ ম্যাচের দিকেই মনোযোগী। শুধু তো নিজের ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকতে পারি না। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ শেষ ম্যাচ।’