১২৯ বছরের ক্লাব ইতিহাসে যে রেকর্ডটি দেখলো লিভারপুল

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রফি জিততে পারেনি লিভারপুল। জোর চেষ্টা চালাচ্ছে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ করে নিতে। সর্বশেষ ওয়েস্ট ব্রুমউইচকে ২-১ গেলে হারিয়ে নিজেদের আশাটুকু এখনও বাঁচিয়ে রেখেছে ক্লপের দল। এই ম্যাচে জয়ের পেছনে অন্যতম অবদান লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন বেকারের। শেষ মুহূর্তে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসে হেড করে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন। এরই সঙ্গে ক্লাবটির ১২৯ বছরের ইতিহাসে গড়েছেন অনন্য এক কীর্তি। লিভারপুলে এই প্রথম গোলের দেখা পেয়েছেন কোনও গোলকিপার।

শুধু কি তাই। সার্বিকভাবেও তিনি এখন অনন্য। ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ জন গোলকিপারের গোল করার অভিজ্ঞতা আচে। কিন্তু এরমধ্যে আলিসনই প্রথম যিনি উইনিং গোলটি পেলেন!

লিগে রবিবার ওয়েস্ট ব্রুমউইচের বিপক্ষে ড্র করার শঙ্কা জেগেছিল লিভারপুলের। যোগ করা সময়ে নাটকীয়ভাবে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে আলেকজান্ডারের কর্নার থেকে হেড করে লক্ষ্যভেদ করেছেন আলিসন। আর তাতে চ্যাম্পিয়ন লিগে পরের মৌসুমে খেলার আশাও বাঁচিয়ে রেখেছে ইয়ুর্গেন ক্লপের দল।

ইতিহাস গড়া গোলের পর আলিসন তার প্রয়াত বাবাকে স্মরণ করে বলেছেন, ‘বাবা যদি গোলটা দেখতেন। তবে আমি নিশ্চিত যে, উনি অন্যলোক থেকে এই গোল দেখেছেন।’