মেসিকে নিয়ে সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি

লিওনেল মেসি এখন আছেন জাতীয় দল আর্জেন্টিনার সঙ্গে। কোপা আমেরিকা মিশনে নামার প্রস্তুতি চলছে তার। তবে এরমধ্যেই বার্সেলোনায় থেকে যাওয়া নিয়ে কথা চলছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর। চলতি মাসে শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ। ফলে ফ্রি ট্রান্সফারে যেকোনও দলে যোগ দিতে পারবেন। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে সুখবরই দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা।

মঙ্গলবার ম্যানচেস্টার সিটি থেকে এরিক গার্সিয়া পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন বার্সেলোনায়। তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার মঞ্চে মেসির প্রসঙ্গও উঠে এসেছিল। সেখানেই লাপোর্তা পরিষ্কার বলে দিয়েছেন, ‘মেসির চুক্তি নবায়নের বিষয়টি ক্লাবের অডিট রিপোর্টের জন্য আটকে নেই। বোর্ড প্রস্তুতি নিচ্ছে মেসিকে সন্তুষ্ট করার, যাতে সে কাতালান ক্লাবটির হয়ে খেলা চালিয়ে যায়। আমরা তার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। আলোচনা ভালোভাবে এগোচ্ছে। আশা করছি আলোচনার আরও উন্নতি হবে।’

আর্জেন্টিনায় মেসির সতীর্থ সের্হিয়ো আগুয়েরোকে এবার দেখা যাবে বার্সার হয়ে মাঠ মাতাতে। লাপোর্তা চাইছেন মেসি-আগুয়েরো জুটির খেলা দেখতে, ‘আমরা সবাই রোমাঞ্চিত মেসি ও আগুয়েরোর একসঙ্গে খেলা দেখার জন্য। মেসির জন্য টাকা বিষয় না। আমরা জানি সে থাকতে চাইছে। সে অনেক কিছু মানিয়ে নিয়েছে। সে আসলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল চাইছে। যেই দলটি চ্যাম্পিয়ন হতে পারবে। আমরা সামনের দিকে আরও ভালো সাইনিং করবো।’