২০২২ বিশ্বকাপ বাছাই

ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে কারা?

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাকি তিন ম্যাচের প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হানের। প্রথম ম্যাচেই নিজের সামর্থ্য দেখিয়েছেন এই তরুণ ডিফেন্ডার।  জেমি ডে’র আস্থা অর্জন করে ভারতের বিপক্ষেও একাদশে জায়গা করে নিয়েছে কাজী তারিক। ভারত ম্যাচে একাদশে শুধু একটি পরিবর্তন এসেছে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মিডফিল্ডার সোহেল রানা। হাতে ব্যথা পাওয়ায় এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি। তার জায়গায় জেমি ডে মানিক হোসেন মোল্লাকে রেখেছেন শুরুর একাদশে।

কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৮টার শুরু হওয়া ম্যাচের একাদশে আছেন চট্টগ্রাম আবাহনীর এই ফুটবলার।

আফগানিস্তানের বিপক্ষে ইংলিশ কোচ ডে ছিলেন সাবধানী। এই ম্যাচেও তেমনটাই হওয়ার কথা। রক্ষণ সামলে আক্রমণে ওঠার লক্ষ্য তার। সেক্ষেত্রে ৪-২-৩-১ কিংবা ৪-৫-১ ছকে খেলার সম্ভাবনা আছে। ‘নাম্বার নাইন’ হিসেবে থাকবেন মতিন মিয়া।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, রহমত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, কাজী তারিক রায়হান, রিয়াদুল হাসান, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন।