আক্ষেপ করলেন বাংলাদেশ কোচ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে সুনীল ছেত্রীর জোড়া গোলে নিতে হয়েছে হারের তিক্ত স্বাদ। দুটি গোলই হয়েছে শেষ সময়ে। তবে বাংলাদেশ কোচ জেমি ডে শেষ সময়ের ১০ মিনিট ছাড়া খেলার বাকী অংশ নিয়ে খুশি।

কাতারের ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ খুব করে চেয়েছিল পয়েন্ট নিতে। সেই লক্ষ্যে ম্যাচের অধিকাংশ সময়ে আঁটসাঁট রক্ষণের কারণে কোনও গোল হয়নি। কিন্তু ৭৯ মিনিটে আর প্রতিপক্ষকে থামিয়ে রাখা যায়নি। রক্ষণের ভুলেই সুনীল ছেত্রী প্রথম লক্ষ্যভেদ করেন। যোগ করা সময়েও ব্যবধান দ্বিগুণ করে নিতে সমস্যাই হয়নি ৩৬ বছর বয়সী স্ট্রাইকারকে।

হারের পর তাই বাংলাদেশ কোচ জেমি ডে শেষ ১০ মিনিটের খেলা নিয়ে আক্ষেপই করলেন,‘আমি মনে করি, ৮০ মিনিট পর্যন্ত আমরা খুবই ভালোভাবে লড়েছি। টিম-শেপ চমৎকার ছিল এবং এটা ভাঙাও ভারতের জন্য কঠিন ছিল। বল পজেশনে দুই দলের খেলোয়াড়দের পার্থক্য দেখেছেন আপনারা। আজ  রাতে আমার হতাশার একটা কারণ, আমরা তাদেরকে খুব বেশি বল পায়ে রাখতে দিয়েছি। শেষটা ভালো হয়নি।’

রক্ষণ জমাট রেখে বাংলাদেশ মাঝে মধ্যে আক্রমণেও গেছে। তবে সেটা ছিল অনেকটা হাফ চান্সের মতো। অন্য দিকে ভারতীয় অধিনায়ক সুযোগ পেয়েই লক্ষ্যভেদ করতে ভুল করেননি। ডের ভাষায়,‘আমরা কয়েকটা হাফ-চান্স পেয়েছিলাম, (কিন্তু কাজে লাগাতে পারিনি)। কিন্তু ছেত্রীকে সুযোগ দেওয়া হয়েছে এবং তা কাজে লাগানোটাও সে দেখিয়েছে আজ রাতে। শেষ দিকে সে দুটি সুযোগ পেয়েছে এবং দুটিই কাজে লাগিয়েছে।’

বাছাইয়ে ‘ই’ গ্রুপে সাত ম্যাচে পঞ্চম হারে দুই পয়েন্ট নিয়ে তলানি থাকা বাংলাদেশ আগামী ১৫ জুন নিজেদের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে। আগের দেখায় ৪-১ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা।

এই ম্যাচেও অবশ্য পয়েন্ট অর্জনের দিকে দৃষ্টি ৪১ বছর বয়সী ইংলিশ কোচের, ‘বাছাইয়ের শেষ আমরা আসলেই ভালো দল ওমানের মুখোমুখি হবো। যারা র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এগিয়ে। শেষবার যখন তাদের বিপক্ষে খেলেছিলাম, ৪০-৪৫ মিনিট ভালো করেছিলাম। তারা তাদের মান দেখিয়েছিল। আমরা চেষ্টা করবো পয়েন্ট নেওয়ার। যদি কিছু পাই তাহলে সেটা হবে দারুণ অর্জন।’