ইউক্রেনের জার্সি নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ রাশিয়া

আর মাত্র কয়দিন পর শুরু হচ্ছে ইউরো। এর আগে রাজনীতি শুরু হয়ে গেলো খেলার মাঠের বাইরে। যার সূত্রপাত হয়েছে, ইউক্রেনের নতুন উন্মোচিত জার্সিতে।

ইউক্রেনের হলুদ জার্সিতে দেখা গেছে, সেখানে আঁকা মানচিত্রে ক্রিমিয়াকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখিয়েছে ইউক্রেন। বিষয়টা এখানেই থেমে থাকেনি। জার্সিতে লেখা রয়েছে ‘গ্লোরি টু ইউক্রেন’, ‘গ্লোরি টু হিরোজ’ যা আবার ইউক্রেন সেনাবাহিনীর স্লোগান!

এখানে বলে রাখা প্রয়োজন যে, ২০১৪ সালে ক্রিমিয়ার ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাশিয়া। এর পর থেকে তারা ক্রিমিয়াকে নিজেদের অংশ দাবি করে আসছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশির ভাগই ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে মনে করে। এছাড়া পূর্ব ইউক্রেনে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের গত সাত বছর ধরে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। সেখানে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে নিহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি!

এমন পরিস্থিতিতে রাশিয়া জার্সির বিষয়টিকে রাজনৈতিকভাবে উস্কানিমূলক মনে করছে। তাই তারা ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক উয়েফার কাছে বিষয়টি চিঠি দিয়ে অভিযোগ করেছে। রাশিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও এএফপিকে উয়েফা জানিয়েছে, তারা ইউক্রেনের জার্সিটি অনুমোদন দিয়েছেন।

অবশ্য বিষয়টি যে ইউক্রেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে সেটি বোঝা যায় ইউক্রেন ফুটবল ফেডারেশন প্রধান আন্দ্রি পাভেলকোর ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি বলেছেন, এটি আসলে অবিভক্ত মাতৃভূমির প্রতীক। যা সমগ্র ইউক্রেনের হয়ে দলটির খেলোয়াড়দের লড়াই করতে অনুপ্রাণিত করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও জার্সিটির প্রতি নিজের সমর্থন জানিয়েছেন।