ইমন-আরাফাতদের সামনে ওমান পরীক্ষা

দুই হলুদ কার্ডের কারণে তিন নির্ভরযোগ্য খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ ও রহমত মিয়াকে ওমান ম্যাচে দর্শক হিসেবে বসে থাকতে হচ্ছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে কোচ জেমি ডের ভরসা অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়রা। তাই আগামী ১৫ জুনে হতে যাওয়া ম্যাচটিতে তরুণ খেলোয়াড়দের কঠিন পরীক্ষাই দিতে হবে।

বাংলাদেশ সাত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘ই’গ্রুপের তলানিতে অবস্থান করছে। এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি একটিতেও। এর ওপর ফিফা র‌্যাঙ্কিংয়ে ওমান অনেক এগিয়ে (৮০তম অবস্থান তাদের)। ফলে দোহার ম্যাচে ওমান যে ঝড় বইয়ে দেবে- তা সহজেই অনুমেয়।

এখন ভারতের কাছে আগের ম্যাচ হেরে বাংলাদেশ দলে চলছে ভুল-ত্রুটি সংশোধন। তরুণ ডিফেন্ডার মোহাম্মদ ইমন যেমন বলেছেন, ‘ওমানের বিপক্ষে আশা করি ভালো খেলবো। কার কী ভুল, সেগুলো নিয়ে কোচ কাজ করছেন, বিশেষ করে আমরা যারা নতুন দলে যোগ দিয়েছি।’

ওমানের কাছে আগের দেখায় বাংলাদেশ ৪-১ গোলে হেরেছিল। সেই ফল মাথায় রেখে এবার অন্তত ভালো খেলার প্রতিশ্রুতি লাল-সবুজ সেনানীদের। আরেক তরুণ ডিফেন্ডার ইয়াছিন আরাফাতও মনে করেন এমনটা, ‘ওমান শক্তিশালী দল। আমরা চেষ্টা করবো তাদের বিপক্ষে অন্তত ভালো খেলতে। কার্ডজনিত কারণে ওমানের বিপক্ষে অনেকে খেলতে পারবে না। ব্যক্তিগতভাবে যদি আমি সুযোগ পাই, ভালো খেলার চেষ্টা করবো।’