‘এরিকসেনের হৃদযন্ত্রে সমস্যা ছিল না’

ইউরোয় শনিবার ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে হুট করেই মাটিতে লুটিয়ে পড়েন ক্রিস্টিয়ান এরিকসেন। তাৎক্ষণিক জীবন বাঁচানো কার্ডিয়াক ম্যাসাজ দেওয়ার পর তাকে নেওয়া হয় হাসপাতালে। এর পর তার হৃদযন্ত্রের জটিলতার কথা ঘুরে ফিরে আসলেও এরিকসেনের সাবেক চিকিৎসক ও কার্ডিওলজিস্ট বলছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন, অতীতে যখন নাকি এরিকসন টটেনহামে খেলেছেন, তখন কোনও ধরনের হৃদযন্ত্রের সমস্যা তার ছিল না!

এরিকসন হুট করে মাটিতে পড়ে যান ম্যাচের ৪২ মিনিটের সময়। ডেনমার্কের থ্রো ইনের সময় ডাচ লাইনে দৌড়ে যাচ্ছিলেন। তখন ঘটে হৃদয়বিদারক এই দৃশ্য। এই খবরের পর তার সাবেক চিকিৎসক সেন্ট জর্জেস ইউনিভার্সিটি অব লন্ডনের কার্ডিওলজিস্ট সঞ্জয় শর্মার দাবি, প্রিমিয়ার লিগে ২০১৩ সাল থেকে এরিকসেনের সব পরীক্ষার ফলই স্বাভাবিক ছিল। কিন্তু এই ঘটনায় মনে হচ্ছে, চিকিৎসকরা হয়তো কিছু একটা মিস করেছেন।

বর্তমানে ইন্টার মিলানে খেলা এরিকসেনের শারীরিক বিষয়ে দ্য মেইলকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় শর্মা বলেছেন, ‘আমার দেখার পর মনে হয়েছে, ওহ খোদা, আমরা কি তাহলে কিছু মিস করেছি? কিন্তু আমি তার সব পরীক্ষার ফলই দেখেছি, কোনও ধরনের সমস্যা ছিল না।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘এরিকসেনকে তখন চুক্তিবদ্ধ করার পর প্রতি বছর টেস্ট করার দায়িত্বটা আমারই ছিল। তাই ২০১৯ সাল পর্যন্ত ওর সব কিছুই স্বাভাবিক ছিল। এমনকি কার্ডিয়াক কোনও সমস্যাও ছিল না। আমি এর নিশ্চয়তা দিতে পারি, কারণ পরীক্ষাগুলো আমিই করেছিলাম।’

এদিকে নতুন তথ্যে জানা গেছে, ডেনমার্ক মিডফিল্ডার এরিকসেন এখনও হাসপাতালেই আছেন। রবিবারও তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।