এবার বিয়ারের বোতল সরিয়ে দিলেন পগবা (ভিডিও)

ইউরোতে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একই ঘটনার পুনরাবৃত্তি করলেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। জার্মানিকে ১-০ গোলে হারানোর পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেই হেইনেকেন বিয়ারের বোতল টেবিল থেকে সরিয়ে নেন তিনি!

হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ শুরুর আগে প্রথমে এমন কাণ্ডটি করেছিলেন রোনালদো। তার সামনে টেবিলে রাখা ছিল দুটি কোকা-কোলার বোতল। রোনালদো এসে তাক্ষণিক বোতল দুটি দৃষ্টি সীমানার বাইরে রেখে দেন। এর বদলে কাছে রাখা পানির বোতল হাতে উঁচিয়ে ধরেন তিনি। আর বলেন, ‘পানি পান করুন।’ ইঙ্গিতটা এমন ছিল যে কোকা কোলার চেয়ে পানি সবচেয়ে ভালো বিকল্প।

২৪ ঘণ্টারও কম ব্যবধানে একই ধরনের কাজ করলেন পগবা। ফ্রান্সকে ১-০ গোলে জেতাতে ভূমিকা ছিল তার। ডি বক্সে পগবার বাড়িয়ে দেওয়া বলেই গোলটি এসেছিল। এই কারণে ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে।

পুরস্কারটির পৃষ্ঠপোষক হেইনেকেন বিয়ার হওয়ায় পগবার টেবিলের সামনে রাখা হয়েছিল একটি বোতল। কিন্তু ধর্মপ্রাণ মুসলমান এই ফুটবলার বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি। তাৎক্ষণিক বোতলটি রেখে দেনে মাটিতে। 

প্রসঙ্গত, রোনালদোর ওই কাণ্ডটিতে বড় রকমের ক্ষতিই হয়েছে কোকা-কোলার। তারা বলছে, এর পরিমাণ ৪০০ কোটি ডলার! এখন পগবাও একই কাজ করায় বেশ বিপাকে পড়েছে স্পন্সররা।