মেয়েদের লিগে সাবিনার গোলের ‘সেঞ্চুরি’

মেয়েদের ফুটবলের আইকন সাবিনা খাতুন। সাফল্যের সঙ্গে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন অনেক দিন ধরে। এবার তার সাফল্যে যুক্ত হলো অনন্য এক কীর্তি। দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে মেয়েদের লিগে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন এই স্ট্রাইকার। রবিবার দুপুরে বসুন্ধরা কিংসের হয়ে হ্যাটট্রিক করে এই কীর্তি গড়েন তিনি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সদ্যপুষ্কুরণী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বসুন্ধরা কিংস জিতেছে ৫-০ গোলে। এর মধ্যে সাবিনার গোল ছিল ৩টি।

ম্যাচ শুরুর আগে সাবিনার নামের পাশে ৯৮ গোল ছিল। সদ্যপুষ্কুরণী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে শততম গোল পূরণ করেন তিনি। এর পর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে গোল সংখ্যা ১০১-এ নিয়ে যান।

সাবিনা খাতুন ২০১১ সালে প্রথম মেয়েদের লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ২৫ গোল করেছিলেন। এরপর ২০১৩ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে ছিল ২৮ গোল। গত প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের হয়ে করেন ৩৫টি গোল। আর এবারের লিগে এখন পর্যন্ত গোল করেছেন ১৩টি।

সাবিনার এমন সাফল্য দেখে জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাবিনা তার পরিশ্রমের ফল পেয়েছে। লিগে সব মিলিয়ে ১০১ গোল করলো। আমি মনে করি, নতুনদের কাছে সে আইডল। পরিশ্রম ও অধ্যাবসায় থাকলে অনেক দূর যাওয়া যায়, সেটার প্রমাণ সাবিনা। সামনে ও আরও এগিয়ে যাবে।’

বসুন্ধরা কোচ আবু ফয়সাল সাবিনার এমন পারফরম্যান্সে ভীষণ আনন্দিত। তিনি বলেছেন, ‘আমরা সাবিনার পারফরম্যান্সে খুশি। ওর গোল এখন ১০১। সামনের দিকে সাবিনা আরও ভালো করবে এই কামনা করি।’