করোনা পরীক্ষার রিপোর্ট না থাকায় পরিত্যক্ত মেয়েদের ম্যাচ

মেয়েদের ফুটবল লিগের ফিরতি পর্ব শুরু হয়েছে আজ রবিবার। অবশ্য লিগ শুরু হলেও করোনা নিয়ে দলগুলোকে কঠোর বিধি নিষেধ বেঁধে দেওয়া হয়েছিল। সেটি হলো ফিরতি পর্বের আগে দলগুলোকে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। কিন্তু কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাচিঝুলি স্পোর্টিং ক্লাব করোনা পরীক্ষার রিপোর্ট জমা দিতে পারেনি। এর ফলে নাসরিন একাডেমির বিপক্ষে তাদের নির্ধারিত ম্যাচটি আর মাঠেই গড়ায়নি। কর্তৃপক্ষ সরাসরি পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ।

এখন বিষয়টি দেখবে বাফুফে’র ডিসিপ্লিনারি কমিটি। বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ম্যাচ শুরুর আগে করোনা রিপোর্ট দেখাতে পারেনি কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। নিয়ম ভঙ্গ হওয়ায় ম্যাচটি হয়নি। এখন ডিসিপ্লিনারি কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।'