ফ্রান্স-পর্তুগাল ম্যাচ কখন, দেখবেন কোথায়  

কোনও টুর্নামেন্ট শুরু হলে একটি গ্রুপকে দেওয়া হয় মৃত্যুকূপের তকমা। এবারের ইউরোয় সেই গ্রুপটি হচ্ছে ‘এফ’। এখন শেষ রাউন্ডের পরিস্থিতি দেখে আসলেই মনে হচ্ছে গ্রুপটা কেন এমন তকমা পেয়েছিল। ফ্রান্সের শেষ ষোলো নিশ্চিত হলেও বাকি তিনটি দলই শেষ ষোলোয় উঠার সম্ভাবনা নিয়ে মাঠে নামছে আজ বুধবার।

বুধবার রাত ১টায় পর্তুগাল মুখোমুখি হবে ফ্রান্সের। ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন-২। আবার একই সময় হাঙ্গেরির মুখোমুখি হবে জার্মানি। ম্যাচটি দেখাবে সনি টেন-১।

পয়েন্ট টেবিলে এখন ফ্রান্সের পয়েন্ট ৪, জার্মানি ও পর্তুগালের ৩ ও হাঙ্গেরির ১ পয়েন্ট। আজকের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে রোনালদোরা। সেক্ষেত্রে মিউনিখে জার্মানি-হাঙ্গেরি ম্যাচের ফল কী হচ্ছে সেটাও বিবেচনায় রাখতে হবে।

আবার পর্তুগাল এক গোলে হারলেও শেষ ষোলো নিশ্চিত করবে যদি জার্মানির বিপক্ষে হাঙ্গেরি জয় ছাড়া অন্য কোনও ফল করে। নকআউটে যাওয়ার একই সুযোগ আছে হাঙ্গেরিরও। সেক্ষেত্রে আজ তাদের জিততেই হবে।   

অবশ্য শেষ ষোলো নিশ্চিত হলেও ফ্রান্স কোনওভাবেই ছাড় দিতে নারাজ পর্তুগালকে। ২০১৬ সালে ইউরোর ফাইনালে তাদের হারিয়েই শিরোপা ঘড়ে তুলেছিল রোনালদোরা। সেই হারের যন্ত্রণা দিদিয়ের দেশম এখনও ভুলতে পারেনি। এর সঙ্গে গ্রুপ সেরা হওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে খুব। ফরাসি কোচ তাই বলেছেন, ‘সব কিছুর নিয়ন্ত্রণে আমরাই আছি। আজকে জিতলে গ্রুপের শীর্ষে থাকবো।’

এমন ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ফ্রান্স। হাঙ্গেরির বিপক্ষে হাঁটুর চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ফরোয়ার্ড ওসমান দেম্বেলে।

অপর দিকে জার্মানি-হাঙ্গেরি ম্যাচেও রয়েছে চোট শঙ্কা। থমাস ম্যুলার হাঁটুতে চোট পাওয়ায় এই ম্যাচে তার খেলা অনিশ্চিত। তবে দলটি উজ্জীবিত রয়েছে ম্যাটস হুমেলস ও ইলকায় গুন্দোগান সুস্থ হয়ে ফেরায়। যারা পর্তুগাল ম্যাচে চোট পেয়েছিলেন।